ভোটের মুখে ‘হাত’ ভাঙার উপক্রম, কংগ্রেসকে ১৭০০ কোটির নোটিশ দিলো আয়কর দফতর

কংগ্রেসকে এবার ১৭০০ কোটি টাকার নোটিশ ধরাল আয়কর দফতর। প্রায় দশ বছরের পুরো ফাইল বের করে কংগ্রেসকে সম্প্রতি আয়কর বিভাগ নোটিশ ধরিয়েছে। সেই নোটিশকে চ্য়ালেঞ্জ করে রিঅ্যাসেসমেন্ট দাবি করে কংগ্রেসের তরফে মামলা করা হয়েছিল দিল্লি হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলা খারিজ হয়ে যায় দিল্লি হাইকোর্টে। এর কয়েক ঘণ্টার মধ্যেই কংগ্রেসকে ১৭০০ কোটি টাকার নোটিশ ধরিয়েছে আয়কর বিভাগ।
কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিবেক টাঙ্কা বলেন, “কংগ্রেসের তরফে যে পুনর্মূল্যায়নের আবেদন জানানো হয়েছে তা নিয়ে কোনও উৎসাহ নেই আয়কর বিভাগের। আয়কর বিভাগের তরফে যে নোটিশ ধরানো হয়েছে তার সপক্ষেও কোনও কাগজপত্র দেওয়া হয়নি। স্পষ্ট হয়ে যাচ্ছে কংগ্রেসকে বিপাকে ফেলার জন্যই এই ধরনের নোটিশ দেওয়া হচ্ছে।”
কংগ্রেস নেতা বিবেক তানখা আয়কর বিভাগের এই নোটিশের কথা জানিয়ে বলেছেন, ২০১৭-১৮ থেকে ২০২০-২১ – এই তিন বছরের কংগ্রেসের আয়কর সমীক্ষা করে আয়কর বিভাগ জানিয়েছে, জরিমানা এবং সুদ-সহ কংগ্রেসকে ১৭০০ কোটি টাকা দিতে হবে।