BJP-তে যোগদান প্রাক্তন স্বামীর, জেনেনিন প্রশ্ন শুনে রচনা কি বললেন ?

তৃণমূলের টিকিটে ভোটে লড়ে জয়ের জন্য ‘প্রাণপাত’ করছেন সেই সময় দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন রচনা বন্দ্যোপাধ্যায়ের ‘প্রাক্তন স্বামী’ তথা অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্র । লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করতে পারে বিজেপি, জল্পনা এমনটাই।

প্রচারের ফাঁকে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয় সিদ্ধান্তের বিজেপিতে যোগদান নিয়ে।

হাসি মুখেই সেই প্রশ্নের জবাব দেন রচনা। তিনি বলেন, ‘আমার অনেক শুভেচ্ছা।’ পাশাপাশি তাঁর সংযোজন, ‘আমি এখন হুগলিবাসীর কথা বলব। তা বাদে কে কী করছে, কী বলছে তা নিয়ে ভাবনা চিন্তা করার সময় নেই।’ হুগলির উন্নয়নই তাঁর প্রাথমিক লক্ষ্য, তা কার্যত স্পষ্ট করেছেন তিনি।

রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি দিদির সঙ্গে আছি, দিদির পাশে আছি। পশ্চিমবঙ্গের যাতে উন্নতি হয় আমি তার জন্য লড়াই করছি। এখন আমি হুগলিবাসীর কথা বলব। হুগলির উন্নয়ন করব। কে কোথায় যাচ্ছে, কে কোথায় যোগদান করছে, কে কী বলে বেড়াচ্ছে, এত ভাবার আর বলার সময় নেই।’

Editor001
  • Editor001