OMG! ট্রেন থেকে নেমেই ট্রেন লাইনের উপর শুয়ে পড়লেন যুবক, গোবরডাঙা স্টেশনে ‘লঙ্কাকাণ্ড’

গত বৃহস্পতিবার রাতে গোবরডাঙা স্টেশনে রহস্যময় ঘটনায় চমকে ওঠেন যাত্রীরা। ফিরতি পথে একটি ট্রেন এসে দাঁড়াতেই দেখা যায়, এক যুবক ট্রেন থেকে নেমে সোজা ট্রেন লাইনে গিয়ে শুয়ে পড়েন। এই দৃশ্য দেখে হতবাক এবং উদ্বিগ্ন যাত্রীরা দ্রুত ট্রেনের গার্ড এবং লোকো পাইলটকে জানান।
যুবকের উদ্ধার এবং রহস্যের সমাধান
যাত্রীদের সাহসী পদক্ষেপে ট্রেনের নীচ থেকে উদ্ধার করা হয় ওই যুবককে। স্টেশনে বসিয়ে রেল পুলিশকে খবর দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে যুবক জানান, জন্মগতভাবে চোখের সমস্যার কারণে তিনি স্পষ্ট দেখতে পান না। বারুইপুর এলাকার বাসিন্দা তিনি।
মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন
যুবকের বারবার চোখের সমস্যার কথা বলায় তার মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। জিআরপি তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছে।
সময়মতো পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো
উপস্থিত যাত্রীরা জানান, তাদের তৎপরতায় বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যদি সঠিক সময়ে পদক্ষেপ না নেওয়া হত, তাহলে মারাত্মক পরিণতি হতে পারত।
ঘটনার তদন্ত চলছে
জিআরপি ঘটনার তদন্ত শুরু করেছে। যুবকের মানসিক অবস্থা সম্পর্কে জানতে চিকিৎসকদের পরামর্শ নেওয়া হবে।