Weather: তাপমাত্রা ছাড়িয়ে যাবে ৪০ ডিগ্রি, ভয়ঙ্কর তাপপ্রবাহের পূর্বাভাস ভারতের তিন রাজ্যে

গত কয়েক দশকে তাপপ্রবাহের কারণে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, আগামী কয়েক দশকে ভারতের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ এত তীব্র হয়ে উঠবে যে মানুষজন নাজেহাল হবে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মার্চের শেষ থেকেই দেশজুড়ে প্রচণ্ড গরম পড়বে। তাপমাত্রা সহনশীলতার সীমা ছাড়িয়ে যাবে। রাজস্থান, গুজরাট এবং কর্নাটক ভয়ঙ্কর তাপপ্রবাহের কবলে পড়বে। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস:
ভারতের কিছু এলাকায় তাপমাত্রা এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে মানুষ কোনওভাবেই আর মানিয়ে নিতে পারবে না।তীব্র খরা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে।রাজস্থান, কর্নাটক এবং গুজরাটে আগামী 48 ঘণ্টার মধ্যে তীব্র তাপপ্রবাহ বইবে।ওই সময় মানুষজনকে বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা:

উত্তর কর্নাটক
গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছ
দক্ষিণ-পশ্চিম রাজস্থান

এই মুহূর্তের পরিস্থিতি:

বুধবার ভূজের তাপমাত্রা ছিল 41.6 ডিগ্রি, রাজকোটে 41.5 ডিগ্রি।উপকূলবর্তী অঞ্চলগুলির তাপমাত্রা 37 ডিগ্রি ছাড়িয়ে গেছে।
পার্বত্য এলাকাগুলিতেও তাপমাত্রা 30 ডিগ্রির বেশি।