SPORTS: সচিনের উপহার, গ্যালারি জুড়ে রোহিত-রোহিত চিৎকার, সমর্থকদের প্রণাম হিটম্যানের

রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নিজের ২০০ তম IPL ম্যাচ খেলেছেন। ডেকান চার্জাস ও মুম্বই ইন্ডিয়ান্স মিলিয়ে তিনি মোট ২৪৫ তম ম্যাচ খেলেছেন।
কিন্তু এই মাইলফলক ম্যাচ তার জন্য স্মরণীয় হল না। কারণ তাদের দলকে লজ্জাজনক হারতে হয়েছে।
ম্যাচের আগে তাকে ২০০ লেখা বিশেষ জার্সি তুলে দেন সচিন তেন্ডুলকর।
অধিনায়কত্ব হারানোর পর তাকে সমর্থকরা বাড়তি সমর্থন দিচ্ছেন। এবার সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে তাকে দেখে স্লোগান দিলেন সমর্থকরা। যা ফিরিয়ে দিলেন রোহিত।
মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচ খেলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অহমেদাবাদ স্টেডিয়ামে। যেখানে হার্দিক পান্ডিয়াকে কটাক্ষ করেন গুজরাট সমর্থকরা। তাকে প্রতারক বলে আক্রমণ করেন। রোহিতের নামে জয়ধ্বনি দেন সমর্থকরা। একই ছবি এবার দেখা গেল হায়দরাবাদেও। সেখানে হার্দিককে কটাক্ষ করা না হলেও রোহিতের নামে সমর্থকরা জয়ধ্বনি দেন। মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের সমর্থকরা মিলিয়ে রোহিতের প্রশংসা করেন।
Hyderabad crowd chanting Rohit Rohit all over the stadium 🔥🔥#SRHvsMi | #RohitSharmapic.twitter.com/TY2oIQVxcl
— 𝗩𝗮𝗻𝘀𝗵 (@VanshTweets_) March 27, 2024
সমর্থকদের শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, গ্যালারিতে দাঁড়িয়ে সমর্থকরা রোহিত রোহিত নামে চিৎকার করছেন। ম্যাচের আগে যখন দুই দল মাঠে অনুশীলন করছিলেন সেই সময় রোহিতের নামে স্লোগান দেন সমর্থকরা। দেখা যায়, প্রস্তুতি শেষে রোহিত শর্মা ড্রেসিংরুমে যাওয়ার সময় দর্শকদের দিকে হাতজোড় করে ধন্যবাদ জানান। তার মুখে হাসি দেখা গিয়েছিল। এরপর সিঁড়ি দিয়ে যাওয়ার সময় হাত নেড়ে সমর্থকদের আশ্বস্ত করেন।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে এখনও খেলতে নামেনি মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে দুটো অ্যাওয়ে ম্যাচে তারা খেলে পরাস্ত হল। আর দুটো ম্যাচেই ব্যাপক সমর্থন পেলেন রোহিত শর্মা। তাকে যে সমর্থকরা IPL-এ অধিনায়ক হিসেবে দেখতে চান সেটা বোঝা গিয়েছে।