বিহারী রাজনীতিতে বড় চমক! লোকসভার লড়াইয়ে নামছেন লালুর দুই কন্যা?

বিহারে বিজেপি আসন ভাগবাটোয়ারি চূড়ান্ত করে ফেলেছে। কিন্তু বিরোধী জোটের মধ্যে এখনও চলছে টানাপোড়েন। সূত্রের খবর, লালু প্রসাদ যাদবের দুই মেয়ে মিসা ভারতী ও রোহিনী আচার্য্য এবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
মিসা ভারতী, পাটলিপুত্র থেকে লড়াই করতে পারেন
রাজনীতিতে নতুন নন মিসা ভারতী। তিনি বর্তমানে আরজেডি থেকে রাজ্যসভার সাংসদ। সূত্রের খবর, লালু তাকে পাটনার পাটলিপুত্র আসন থেকে প্রার্থী করতে পারেন। এই আসন থেকে দুইবার লড়াই করে পরাজিত হয়েছেন মিসা।
রোহিনী আচার্য্য, সরণ লোকসভা আসন থেকে লড়াই করতে পারেন
লালুর ছোট মেয়ে রোহিনী আচার্য্য বর্তমানে সিঙ্গাপুরে বসবাস করেন। তবে দূরে থেকেও বিহারের রাজনীতিতে সক্রিয় তিনি। সূত্রের খবর, তিনি সরণ লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
আরজেডি-কংগ্রেস আসন বণ্টনে আটকে
বিহারে এখনও পর্যন্ত কংগ্রেস ও আরজেডির মধ্যে আসন বণ্টনের সমঝোতা হয়নি। ‘সেফ’ থাকতে ইতিমধ্যেই লালু একাধিক আসনে নিজপ্রতীকে প্রার্থী ঘোষণা করেছেন। শুক্রবার আরও ছয় জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছেন লালু।
লালু যাদব ৬ জন প্রার্থী ঘোষণা করেছেন
সূত্রের খবর, পাটলিপুত্র থেকে মিসা ভারতী, বক্সারের সুধাকর সিং, বাঙ্কার জয়প্রকাশ নারায়ণ যাদব, জেহানাবাদ থেকে সুরেন্দ্র প্রসাদ যাদব, উজিয়ারপুর থেকে অলোক মেহতা, মুঙ্গের থেকে অশোক মাহাতোর স্ত্রী অনিতা দেবীর নাম চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার প্রথম দফায় দলীয় প্রতীকে চার প্রার্থীর নাম ঘোষণা করেছেন লালু।
বিজেপির আক্রমণ
এদিকে লালুকে তাঁর মেয়ে রোহিনীর কিডনি দানের প্রসঙ্গ টেনে এবার লালু এবং আরজেডিকে আক্রমণ শানালেন বিহার বিজেপির সভাপতি তথা বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। বিজেপি নেতার দাবি, রোহিনীকে তাঁর কিডনির বিনিময়ে লোকসভা ভোটে লড়াই করার টিকিট দিয়েছেন লালু।
আরজেডির পাল্টা
সম্রাটের এহেন মন্তব্যের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিহারের প্রধান বিরোধী দল আরজেডি।