শরীরের তাপমাত্রা পরিমাপে নতুন ফিচার যুক্ত করবে অ্যাপল ওয়াচে

পরবর্তী প্রজন্মের স্মার্টওয়াচে শরীরের তাপমাত্রা পরিমাপক ফিচার যুক্ত করবে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ব্লুমবার্গের মার্ক গুরম্যান সূত্রে এ তথ্য জানা গেছে। ওয়াচ সিরিজ ৮ একেবারে সঠিক তথ্য না দিলেও ব্যবহারকারীকে থার্মোমিটার ব্যবহার করার কিংবা ডাক্তারের পরামর্শ গ্রহণের কথা জানাবে। খবর এনগ্যাজেট।
ওয়াচ সিরিজ ৮ এ তাপমাত্রা পরিমাপক ফিচার যুক্তের বিষয়টি গুরম্যান প্রথম উপস্থাপন করেছেন বিষয়টি তা নয়। ২০২১ সালের জুনে অ্যাপল এ রকম একটি ফিচারের উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছিলেন তিনি। ২০২২ সালে নতুন ওয়্যারেবল ডিভাইসের সঙ্গে এটি বাজারে আনা হবে। জানুয়ারিতে তিনি সে ভবিষ্যদ্বাণী পিছিয়ে দিয়েছিলেন। সে সময় তিনি ব্যবহারকারীদের বলেন, রক্তে শর্করার মাত্রা পরিমাপের বিষয়টি খুব বেশি দূরে নেই।
কয়েক মাস পর গুরম্যান জানান, অ্যাপলের ওয়াচ সিরিজ ৮ এ শরীরের তাপমাত্রা পরিমাপক সেন্সর যুক্ত করা হবে। এরই মধ্যে ফিচারটি অ্যাপলের অভ্যন্তরীণ পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষায় পাস করেছে বলে জানা গেছে। নিউজলেটারের সর্বশেষ এডিশনে তিনি বলেন, আমার বিশ্বাস তাপমাত্রা পরিমাপের ফিচারটি ওয়াচ সিরিজ ৮-এর স্ট্যান্ডার্ড ভার্সনে থাকবে। গুরম্যান জানান, ওয়াচ সিরিজ ৬ ও ৭-এর মতো ৮ এও একই প্রসেসিং পাওয়ার ব্যবহার করা হবে। ওয়াচ ৮-এর ডিসপ্লেতে পরিবর্তন আসতে পারে। নতুন সিরিজের স্মার্টওয়াচে আদৌ হার্ট রেট ও শরীরের তাপমাত্রা পরিমাপক ফিচার আনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।