হাসপাতালে ভর্তি বাসন্তী, নেই পাশে পরিবারের কেউ, ধার করে বিল মেটাল গাড়ির চালক মলয়

86 বছর বয়সেও অভিনয় জগতে দাপিয়ে বেড়ানো অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় এখন হাসপাতালে শয্যাশায়ী। বেশ কিছুদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন এই অভিনেত্রী কোমায়ও চলে গিয়েছিলেন।
তার একটি কিডনি নষ্ট হয়ে গেছে। দুঃখজনকভাবে, এক পুত্র ও এক কন্যা থাকা সত্ত্বেও, বাসন্তীদেবীকে ফিক্সড ডিপোজিট ভেঙে এবং লোকের কাছ থেকে ধার করে হাসপাতালের বিল মেটাতে হয়েছে।
মলয় চাকি, বাসন্তীদেবীর গাড়ির ড্রাইভার, TV9 বাংলাকে জানিয়েছেন:
সরস্বতী পূজার আগে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাসন্তীদেবী। সেখানকার 2 লাখ টাকা বিল মলয়বাবু বন্ধুদের থেকে ধার করে মিটিয়েছিলেন।এবার 13 মার্চ দমদমের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে তাকে। মলয়বাবুই তাকে ভর্তি করিয়েছিলেন এবংচিকিৎসকদের সাথে কথা বলেছিলেন। এবারও পরিবার আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসেনি।বাসন্তীদেবী দমদমের বাড়িতে একাই থাকেন। ছেলেমেয়ে কেউ তার সাথে থাকে না। একজন পরিচারিকা তার সঙ্গী।মলয়বাবু বাসন্তীদেবীর মতৃমূর্তি দেখেন। বাসন্তীদেবীর অসুস্থতার কারণে তিনি আর কাজ করতে পারছেন না।
আগের মতো সঙ্কটজনক অবস্থায় নেই।একটু ভাল আছেন, উঠে বসতে পারছেন।কথা বলছেন, তবে জড়ানো।ভাস্বর চট্টোপাধ্যায় থেকে মৈত্রেয়ী মিত্র – সকলেই বাসন্তীদেবীর দ্রুত আরোগ্য কামনা করছেন।