CAA: নাগরিকত্ব প্রদানে পুরুষদের গোপনাঙ্গ পরীক্ষার নিদান তথাগতর, জবাব দিলো TMC

সিএএ ইস্যুতে শরণার্থী পুরুষদের গোপনাঙ্গ পরীক্ষা করার পরামর্শ দিয়েছিলেন বিজেপি নেতা তথাগত রায়।

তথাগত রায় পরামর্শ দেন, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র মাধ্যমে ওপার বাংলা থেকে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আগে যেন পুরুষদের গোপনাঙ্গ পরীক্ষা করে নেওয়া হয়।

উল্লেখ্য, ইসলাম ধর্মে সুন্নৎ প্রথা রয়েছে। আর সেই কারণেই তাঁর এই পরামর্শ বলে মনে করা হচ্ছে।

তথাগতর এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে রাজ্যের শাসকদল। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘বিজেপি নেতা তথাগত রায়, অশালীন, দায়িত্বজ্ঞানহীন, কুরুচিকর মন্তব্য করেছেন। সিএএ-র জন্য যাঁরা আবেদন করবেন, যাঁরা ওদিক থেকে এসেছেন, তাঁদের ধর্ম পরীক্ষার জন্য, তিনি যে নিদান দিয়েছেন, সেটা সভ্যতার সীমা লঙ্ঘন করা, অশালীন। এরা অশান্তিতে প্ররোচনা দিচ্ছে, মানুষে মানুষে ভাগ করছে, মানবতা, সংস্কৃতি বলে কিছু রাখছে না। আমার এর তীব্র প্রতিবাদ করছি।

প্রসঙ্গত,গোটা দেশে কার্যকর হয়েছে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। এরপর থেকেই দেশজুড়ে তীব্র বিতর্কের ঝড় উঠেছে। বিরোধী দলগুলি একযোগে এই আইনের বিরোধিতা করছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ-র তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, ‘সিএএ-র সঙ্গে এনআরসি-র সম্পর্ক রয়েছে।’ মমতা আরও স্পষ্ট করে বলেছেন, ‘বর্ণবৈষম্যের সিএএ আমি মানি না।’

Editor001
  • Editor001