নেটফ্লিক্সের চুক্তি বাতিল, অনিশ্চয়তায় অনুষ্কা শর্মার সিনেমা

ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদাহ এক্সপ্রেস’ নেটফ্লিক্স-এ মুক্তির কথা থাকলেও সেটি আর হচ্ছে না। গতবছর প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হলেও বছর ঘুরতেই হিসেবের উলাট-পুরাণ! অনিশ্চিত আনুশকা শর্মা অভিনীত সিনেমার ভবিষ্যৎ।
গতবছরই অভিনেত্রী জানিয়ে দিয়েছিলেন যে, এবার থেকে খুব বেছে বেছে কাজ করবেন। সন্তানই এখন তার প্রায়োরিটি। তবে আনুশকার ফিল্মি ক্যারিয়ারের যে ম্যাগনাম অপাস দেখার অপেক্ষায় বসেছিলেন অনুরাগীরা, সেই সিনেমার ভবিষ্যৎও এখন বিশ বাঁও জলে! ‘চাকদাহ এক্সপ্রেস’-এর রিলিজ অনিশ্চিত।
আগুনে পুড়ে ছাই হলিউড অভিনেত্রীর ৭৭ কোটির বাড়িআগুনে পুড়ে ছাই হলিউড অভিনেত্রীর ৭৭ কোটির বাড়ি
‘চাকদহ এক্সপ্রেস’-এর শুটিং শুরু করার আগে বাইশ গজের ময়দানের খুঁটিনাটি শিখেছিলেন আনুশকা। এমনকী ডায়েটেও জুড়েছিলেন ঝুলন গোস্বামীর শরীর ফিট রাখার মূল মন্ত্র পান্তা ভাত। তার কড়া হোমওয়ার্কের ফসল সিনেপর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শক অনুরাগীরা। কিন্তু এবার শোনা গেল, নেটফ্লিক্সের সঙ্গে প্রযোজনা সংস্থার চুক্তিই নাকি বাতিল হয়ে গেছে। গতবছরই ক্লিন স্লেট ফিল্মজ ঘোষণা করেছিল যে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে তাদের ‘চাকদাহ এক্সপ্রেস’। এই প্রযোজনা সংস্থার সঙ্গে আগে আনুশকা নিজেও যুক্ত ছিলেন। তবে বছর দুয়েক আগে পুরো দায়িত্বটাই ভাই কর্ণেশের হাতে সঁপে দিয়েছেন অভিনেত্রী।
কিন্তু নেটফ্লিক্সের সঙ্গে চুক্তি বাতিল হল ক্লিন স্লেট ফিল্মজ-এর? যেখানে এর আগে ওই ওটিটি প্ল্যাটফর্মেই তাদের প্রযোজিত ‘বুলবুল’, ‘কালা’র মতো সিরিজ-সিনেমা মুক্তি পেয়ে সাফল্যের মুখ দেখেছিল?
বলিউড মাধ্যম সূত্রে খবর, আসলে ক্রিয়েটিভ পার্থক্য এবং টাকাপয়সা নিয়েই মনোমালিন্য হয়েছে তাদের মধ্যে। আর সেই প্রেক্ষিতেই নেটফ্লিক্সের সঙ্গে সমস্ত সম্পর্ক, চুক্তি ছিন্ন করেছে আনুশকা শর্মার ভাই কর্ণেশের প্রযোজনা সংস্থা। যার জেরে ঝুলন গোস্বামীর বায়োপিকের পাশাপাশি তাদের ‘আফগান স্নো’ নামে আরেকটি প্রজেক্টের মুক্তিও আটকে গেল। এবার ‘চাকদাহ এক্সপ্রেস’ কোথায় রিলিজ করবে? সেটা নিয়েই সন্দিহান অনুরাগীরা।