শ্রেয়সের BCCI চুক্তি খোয়ানোর জন্য দায়ী KKR? বিস্ফোরক তথ্যে তোলপার ক্রিকেট জগৎ!

শ্রেয়স আইয়ারকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার পর বিতর্ক থামছে না। ‘অবাধ্যতা’র অভিযোগে বাদ পড়ার পর এবার আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযোগ, বিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগরকরের ‘রেগে আগুন’ হওয়ার কারণেই শ্রেয়সের উপর বর্তেছে এই বিপদ।
ভারতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের ফিট থাকলে রঞ্জি ট্রফিতে খেলা বাধ্যতামূলক।ঈশান কিশান মানসিক ক্লান্তির কথা বলে রঞ্জি খেলেননি, শ্রেয়স আইয়ারও পিঠের ব্যথার কথা বলে মুম্বই দলকে জানান কোয়ার্টার ফাইনাল খেলতে পারবেন না।মুম্বই টিম ম্যানেজমেন্ট সিনিয়র প্লেয়ার শ্রেয়সের কথা মেনে নেয়।
পিঠে ব্যথা থাকলে শ্রেয়সের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) যাওয়ার কথা।কিন্তু শ্রেয়স NCA-তে না গিয়ে মুম্বইতে কলকাতা নাইট রাইডার্সের (KKR) ক্যাম্পে যোগ দেন।NCA-র স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিনের প্রধান নীতীন প্যাটেল মেইল করে জানান, শ্রেয়সের পিঠে কোনও চোট নেই।
শ্রেয়স মিথ্যা কথা বলে রঞ্জি ট্রফি এড়িয়ে গেছেন বলে অভিযোগ।KKR-এর প্রতি তার আনুগত্যই বোর্ডের চেয়ে বেশি বলে মনে করছেন অনেকে।KKR-এর ক্যাম্পে যোগদানের বিষয়টি জানতে পেরে বিরক্ত হন অজিত আগরকর।এর ফলেই শ্রেয়সকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।