BigNews: মুখ্যমন্ত্রীর নামে চিঠি, রেশন দোকান বন্ধের নির্দেশ ডিলারদের!

বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম করে ভুয়ো চিঠি পাঠিয়ে দেওয়া হলো রেশন দোকান বন্ধের নির্দেশ। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়িয়ে পড়লো শোরগোল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার শ্যাম নগরে।

জানাগেছে, উত্তর ২৪ পরগনার বারাকপুর এলাকার রেশন দোকানগুলির লাইসেন্স দেওয়া হয় যে অফিস থেকে সম্প্রতি সেখানে গিয়েছে একটি চিঠি। আর সেই চিঠিতে শ্যাম নগরের দেবাশীষ ঘোষ ও নিখিল ব্যানার্জির দোকান জরুরি ভিত্তিতে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনা সামনে আসতেই স্বাভাবিক ভাবে ঘুম উড়ে যায় ওই দুই রেশন ডিলারের। আর সেই ঘটনা নিয়ে শোরগোল পরে যায় এলাকায়। পরে ঘটনার তদন্তে নেমে জানা যায় মুখ্যমন্ত্রীর প্যাডে পাঠানো ওই চিঠি ভুয়ো। এই প্রসঙ্গে স্থানীয় পুরপিতা জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করে তার সই জাল করে কেউ বা করা ওই দুটি রেশন দোকান মালিককে ভয় দেখানোর চেষ্টা করছে। কারণ নবান্নর ওই চিঠি পাঠানো হয়েছে শ্যাম নগর পোস্ট অফিস থেকে যা কোনোভাবেই সম্ভব নয়। ‘