Election 2024: স্কুলে স্কুলে বাহিনী ঢুকবে, ৩ মাস কীভাবে হবে ক্লাস-পরীক্ষা?

লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই পশ্চিমবঙ্গে ১৫০ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। ৭ মার্চের মধ্যে তাদের আগমন হবে বলে আশা করা হচ্ছে। এই বাহিনীদের থাকার জন্য বিভিন্ন জেলার ৩০টি স্কুল এবং কলকাতার ৭টি স্কুলকে চিঠি পাঠানো হয়েছে।

এই স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার ফলে পঠনপাঠনে ব্যাঘাত ঘটছে। বেশ কিছু স্কুলে ক্লাস বন্ধ করে দিতে হয়েছে। ২০ মার্চ পর্যন্ত অনেক উচ্চ মাধ্যমিক স্কুলে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা চলবে। কিন্তু তার আগেই ক্যাম্পাসে আধা সামরিক বাহিনী মোতায়েন করার চিঠি পেয়েছে কলকাতার বেথুন স্কুল এবং হুগলির উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুল। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, ঝাড়গ্রাম জেলার অনেক স্কুলেও একই অবস্থা।

এই সমস্যা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তাদের প্রশ্ন, কেন্দ্রীয় বিদ্যালয়গুলোকে বাদ দিয়ে কেন শুধুমাত্র পর্ষদের স্কুলগুলোকে কেন্দ্রীয় বাহিনীর জন্য ব্যবহার করা হচ্ছে?

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন। স্কুল কর্তৃপক্ষ বিকল্প ক্লাসের ব্যবস্থা করার কথা ভাবছে।

লোকসভা ভোট গুরুত্বপূর্ণ, তবে শিক্ষার্থীদের ভবিষ্যৎও ততটাই গুরুত্বপূর্ণ। স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। এই সমস্যার দ্রুত সমাধান করা উচিত।