SmartWatch: এক চার্জেই ১০০ ঘণ্টা চলবে ওয়ানপ্লাসের স্মার্টওয়াচ, জেনেনিন কি কি রয়েছে ফিচার?

স্মার্টওয়াচ এখন শুধু সময় দেখার জন্য নয়, নানান কাজে ব্যবহার হয়ে থাকে। বলা যায় স্মার্টফোনের প্রায় সব কাজই করা যায় হাতে থাকা স্মার্টওয়াচে। জনপ্রিয় স্মার্টওয়াচ সংস্থা ওয়ানপ্লাস নিয়ে এলো নতুন স্মার্টওয়াচ। সংস্থার দাবি, এক চার্জে এই স্মার্টওয়াচ চলবে ১০০ ঘণ্টা।

ওয়ানপ্লাস ওয়াচ ২-তে থাকবে গোল ডায়াল। যারা গোল ডায়াল পছন্দ করেন তাদের জন্য এটি হতে পারে সেরা। ঘড়িটিতে মিলবে ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং ৪০২এমএএইচ ব্যাটারি প্যাক। ঘড়ির বামদিকে ২টি বাটন থাকতে পারে। যদিও লঞ্চ হতে এখনো বেশ কয়েকদিন বাকি। তবে এরই মধ্যে ঘড়ির ফিচার ফাঁস হয়ে ইন্টারনেটে।

১জিবি ব়্যাম এবং ৪জিবি স্টোরেজ এবং গুগল ওয়্যারওএস অপারেটিং সিস্টেম থাকবে। এখানেই শেষ নয়, মিলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। স্মার্ট মোডে ১০০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে দাবি করেছে কোম্পানি। IP68 রেটিং পাওয়া যাবে স্মার্টওয়াচে যা পানি ও ধুলো-বালি থেকে সুরক্ষিত রাখবে।

এই মুহূর্তে বাজারে পাওয়া যাবে না স্মার্টওয়াচটি। তবে অনলাইন ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ও অ্যামাজনে প্রি অর্ডার দিতে পারেন ঘড়িটি। এছাড়া সংস্থার অনলাইন ওয়েবসাইট থেকেও কিনতে পারেন ওয়ানপ্লাস ওয়াচ ২।

সূত্র: গিজমোরচায়না