SPORTS: হাতবিহীন সেই ক্রিকেটারের সঙ্গে দেখা করে কথা রাখলেন শচীন, প্রশংসা ফ্যানেদের

গত জানুয়ারি মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাতবিহীন এক খেলোয়াড়ের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল হয়েছিল। যিনি কাশ্মীর প্যারা ক্রিকেট দলের অধিনায়ক আমির হুসাইন লোনি। ভাইরাল হওয়া ভিডিওটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছিলেন শচীন টেন্ডুলকার।

সে সময় মাস্টার ব্লাস্টার শচীন কাশ্মীর গিয়ে ‘বিস্ময়কর’ আমিরের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। অবশেষে নিজের দেওয়া কথা রাখলেন ক্রিকেট কিংবদন্তি। নিজে আমিরের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন তিনি।

আমিরের গলা ও ঘাড়ের মাঝে ব্যাট ধরে ব্যাটিং এবং পা দিয়ে বোলিং করার একটি ভিডিও পোস্ট করেছিল ভারতীয় বার্তা সংস্থা ‘এএনআই’। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিল হাতবিহীন আমিরের ‘বিস্ময়কর’ ব্যাটিং-বোলিং। যা চোখে পড়ে যায় ভারতের কিংবদন্তি শচীনের।

সেই ভিডিওটি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ক্রিকেট ঈশ্বর’ লিখেছিলেন, আমিরের সঙ্গে দেখা করতে চান তিনি। অবশেষে হাতবিহীন খেলোয়াড়ের সঙ্গে দেখা করলেন মাস্টার ব্লাস্টার।

এ সময় ৩৪ বছর বয়সী ক্রিকেটারকে নিজের স্বাক্ষর করা একটি ব্যাট উপহার দেন ২০১১ বিশ্বকাপজয়ী তারকা। ব্যাটে ‘অনুপ্রেরণারে সত্যিকারের নায়ক’ লিখে দেন শচীন। ক্রিকেট নিয়ে কিছুক্ষণ কথা বলেন দুজন।

মাত্র ৮ বছর বয়সে বাবার কারখানায় এক দুর্ঘটনায় দুই হাত হারান আমির। তবুও দমে থেমে যেতে দেননি নিজেকে। ক্রিকেটার হওয়ার স্বপ্নকে দিয়েছেন পূর্ণতা। জম্মু-কাশ্মীর প্যারা ক্রিকেট দলের অধিনায়ক হয়ে নিজের স্বপ্নপূরণ করেছেন আমির। হাত না থাকলেও পা দিয়ে বোলিং এবং গলা ও ঘাড়ের মাঝে ব্যাট ধরেন আমির।