Dev : ‘কোনও অসৎ কাজ করিনি…’,ED দফতরে হাজিরার আগে মন্তব্য করলেন দেব

গোরু পাচার মামলায় অভিনেতা ও ঘাটালের সাংসদ দেব বৃহস্পতিবার দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-র দফতরে হাজিরা দিয়েছেন। সকাল ১১টার দিকে তিনি ED-র সদর দপ্তরে পৌঁছান। এর আগে প্রায় দেড় বছর আগে CBI তাকে এই মামলায় কলকাতায় তলব করেছিল। সেই সময়ও তিনি তলবে সাড়া দিয়েছিলেন।
রাজনৈতিক বিতর্ক:
দেবকে নতুন করে তলব করা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল নেতারা এটিকে ‘এজেন্সি রাজনীতি’ বলে অভিযোগ করেছেন।
দেবের বক্তব্য:
ED-র দফতরে হাজিরা দেওয়ার আগে দেব সংবাদমাধ্যমকে বলেন, তাকে কোনও নির্দিষ্ট প্রশ্ন করা হয়নি। শুধু ডেকে পাঠানো হয়েছে। তাকে কোনও নথিপত্র নিয়ে যাওয়ার কথাও বলা হয়নি।
দেব আরও বলেন, “আমি কোনও অসৎ কাজ করিনি। তাই ভয় করছি না।”
এনামুল হকের টাকা:
এনামুল হকের কিছু টাকা দেবের সিনেমায় বিনিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। দেব এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে তিনি কোনও অসৎ টাকা নেননি।
পরবর্তী পদক্ষেপ:
ED দেবকে জিজ্ঞাসাবাদ করেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এদিনের জিজ্ঞাসাবাদের পর ED পরবর্তী পদক্ষেপ নেবে বলে ধারণা করা হচ্ছে।