ক্ষুধা-মুক্ত বিশ্ব গড়তে ১০ লক্ষ ডলার অনুদান করলো ভারত

বিশ্বের এক বিরাট অংশ ক্ষুধার কষাঘাতে জর্জরিত। এই সমস্যার সমাধান খুঁজে বের করার লক্ষ্যে ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা যৌথভাবে গড়ে তুলেছে IBSA তহবিল। সম্প্রতি এই তহবিলে ভারত সরকার ১০ লক্ষ ডলার অনুদান প্রদান করেছে।

অনুদান প্রদানের ঘটনা:

রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ সম্প্রতি সাউথ-সাউথ কোঅপারেশনের ইউএন অফিসের ডিরেক্টর দিমা-আল খাতিবের হাতে এই অনুদানের চেক তুলে দেন।

টুইট বার্তা:

রাষ্ট্রপুঞ্জের পার্মানেন্ট মিশন অফ ইন্ডিয়া এই ঘটনার ছবি পোস্ট করে টুইট করে বলে, “ভারত যে বরাবরই ডেভেলপমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল ও ফর দ্য পিপল-এ বিশ্বাসী, তা আরও একবার প্রমাণ হয়ে গেল বিশ্বের মঞ্চে।”

গুরুত্ব:

এই অনুদান বিশ্ব ক্ষুধা দূরীকরণে ভারতের প্রতিশ্রুতি এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার প্রতি তার গুরুত্বের প্রতিফলন।

আরও কিছু তথ্য:
IBSA তহবিল ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।এই তহবিলের লক্ষ্য হলো দারিদ্র্য দূরীকরণ, ক্ষুধা মোকাবেলা, স্বাস্থ্যসেবা উন্নত করা এবং শিক্ষার প্রসার ঘটানো।
IBSA তহবিলের মাধ্যমে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং অবকাঠামো উন্নয়নের মতো ক্ষেত্রগুলিতে বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করা হয়।

বিশ্ব ক্ষুধা দূরীকরণে ভারতের এই পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই অনুদান বিশ্বের অন্যান্য দেশকেও এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।