সকাল সকালে ED-র অভিযান, সাইবার প্রতারণা মামলায় শুরু তল্লাশি

আজ সকালে কলকাতার বেনিয়াপুকুর ও বাগুইআটিতে সাইবার প্রতারণার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিযান চালিয়েছে। সূত্রের খবর, কুণাল গুপ্ত নামে একজনকে আগেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার বিরুদ্ধে চার্জশিটও দাখিল করা হয়েছে। এবার ইডি তার সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করতে চায়।
বনগাঁ: ইডির আধিকারিকরা আজ বনগাঁর গোপালগঞ্জেও তল্লাশি চালিয়েছে। সূত্রের খবর, রাজ্যের এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে এই অভিযান।
অন্যান্য অভিযান:
সোমবার: ইডি গোরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের বোলপুরের তৃণমূল কার্যালয় ও বিএলআরও অফিসে তল্লাশি চালায়।
মঙ্গলবার: ইডি হাওড়ার সাঁকরাইলের ডেল্টা জুটমিল, বালিগঞ্জের একটি বাড়ি এবং কলকাতার কাউন্সিল হাউস স্ট্রিটে ওই জুটমিল সংস্থার একটি অফিসে তল্লাশি চালায়। ভুয়া ডিরেক্টর নিয়োগের অভিযোগে এই অভিযান।
দেবের ইডি হাজিরা:
অভিনেতা ও সাংসদ দেব আজ দিল্লিতে ইডির অফিসে হাজিরা দেওয়ার কথা রয়েছে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনে ইডির নোটিশ পাওয়ার পর থেকে দেব এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।