‘বৌমা দেখতে সুন্দর তাই…., নয়তো রাতে…’, অশ্রু সজল চোখে যা বললেন আরতি?

ফেব্রুয়ারীর শুরু থেকে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি রীতিমত উত্তাল। রেশন দুর্নীতির অভিযোগে স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার সঙ্গীদের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন এলাকার মানুষ। ইতিমধ্যে তৃণমূল নেতা শিবু হাজরা ও উত্তম সর্দার গ্রেপ্তার হলেও, মূল অভিযুক্ত শাহজাহান এখনও অধরা।

এই ঘটনায় নতুন মোড় এসেছে স্থানীয় বাসিন্দাদের বিস্ফোরক অভিযোগে। তাদের দাবি, গত ১৩ বছর ধরে সন্দেশখালিতে ভোটই হয় না!

আরতি পাত্র নামে এক স্থানীয় মহিলা জানান, গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি-র হয়ে দাঁড়ানোর কথা ভেবেছিলেন তিনি। কিন্তু ভাবনাতেই শেষ। তার অভিযোগ, ভোটে দাঁড়ানোর কথা পাঁচকান হতেই তার বাড়িতে চলে এসেছিল ‘সাদা থান’। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, শাহজাহান-শিবু-উত্তমরা এরা তিনটে মাথা। আর এদের অনেক চ্যালা আছে। ১৩ বছর ধরে আমরা ভোট দিতে পারিনি। ছাপ্পা চলে। লোক ডেকে ডেকে নিয়ে গিয়ে কালি লাগিয়ে দেয়।

পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলে আরতিদেবী বলেন, পুলিশ সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে। মুখে আওয়াজ নেই। ভিডিয়ো গেম খেলতে ব্যস্ত।

নারী নির্যাতনের অভিযোগও উঠেছে। আরতিদেবী বলেন, ” আমার বড় বৌমাকে দেখতে সুন্দর। দেখতে পেলেই তো রাতে তুলে নিয়ে যাবে। তার জন্য আমার বৌমাকে এখানে রাখিনি। বড় ছেলের সাথে ও বাইরে থাকে।”

সন্দেশখালির ঘটনা রাজ্য রাজনীতিতে তুফান তুলেছে। বিরোধী দলগুলি তীব্র সমালোচনা করছে তৃণমূল সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।