BigNews: আলিপুরদুয়ারে হবে বিমান বন্দর, রাজ্যকে জমি চেয়ে চিঠি দিল কেন্দ্র

রাজ্যের নতুন বিমান বন্দর হতে চলেছে আলিপুর দুয়ারে। হাসিমারা বায়ুসেনা ছাউনি লাগোয়া এলাকায় জমি চেয়ে রাজ্যকে চিঠি পাঠিয়েছে অসামরিক বিমান মন্ত্রক। আর এবার তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

আলিপুর দুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধে এই ইস্যু নিয়ে রবিবার তোপ দাগলেন আলিপুর দুয়ারের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী। তিনি আজ অভিযোগ করে বলেন যে সাংসদ ‘ভাওতা’ দিচ্ছেন।

প্রসঙ্গত, উত্তরবঙ্গের কোচবিহারের বিমান বন্দর এর আগে বেশ কয়েকবার চালু হলেও যাত্রী অভাবেও বার বার বন্ধ্য হয়ে গেছে পরিষেবা। ছোট বিমান চালিয়েও লেভার মুখ দেখেনি কর্তৃপক্ষ। বারবার নতুন উদ্যমে নির্বাচনের মুখে সেই বিমান বন্দর চালু করা হলেও কিছুদিন পরেই স্তব্ধ হয়ে যায় গতি। আর এবার কয়েক কিমি দূরে আই একটি অসামরিক বিমান বন্দর চালু করা কতটা সুদূর প্রসারী হবে তা সময়েই বলবে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy