BigNews: ৪০০ পেরনোর টার্গেট দিয়েছেন মোদী, আদৌ কি তা সম্ভব? ইঙ্গিত ভোটের সমীক্ষায়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘আবকি বার ৪০০ পার’ এই টার্গেট সেট করে দিয়েছেন। BJP-র জন্য ৩৭০ আসন জয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে বদ্ধপরিকর নমো। ইতিমধ্যেই এই টার্গেট বাস্তবায়িত করতে যাবতীয় টিপস শেয়ার করেছেন দলীয় নেতাদের সঙ্গে। কিন্তু সত্যিই কি BJP ৩৭০ আসন পাবে? কী বলছে সমীক্ষা রিপোর্ট?
ম্যাট্রিজ-এনসি:
ম্যাট্রিজ-এনসি দ্বারা পরিচালিত একটি সমীক্ষা অনুযায়ী, NDA হ্যাটট্রিক করবে।NDA পেতে পারে ৩৬৬ আসন।প্রধানমন্ত্রীর গদিতে ফের একবার নরেন্দ্র মোদীকেই দেখতে চলেছে দেশবাসী।বিরোধী জোট ইন্ডিয়া ঝুলিতে আসবে মোটে ১০৪টি আসন।অন্য দলগুলি পেতে পারে ৭৩টি আসন।NDA পেতে পারে ৪১.৮ শতাংশ ভোটইন্ডিয়া জোট পেতে পারে ২৮.৬ শতাংশ ভোট।অন্য দলগুলির ঝুলিতে যেতে পারে ২৯.৬ শতাংশ ভোট।
মুড অফ দ্য নেশন:
মোদী তৃতীয়বারের জন্য দিল্লির কুর্সিতে বসতে পারেন।NDA এবার পাবে ৩৩৫ টি আসন।২০১৯-এর চেয়ে এবার আসন কমবে NDA-এর।
বিজেপি একা পেতে পারে ৩০৪টি আসন।ইন্ডিয়া জোট পকেটে পুড়তে পারে ১৬৬টি আসন।কংগ্রেস পেতে পারে ৭১টি আসন।অন্যান্য দলের দখলে ৪২টি আসন যেতে পারে।
প্রধানমন্ত্রী মোদীর আত্মবিশ্বাস:
BJP-র কনভেনশনে দিল্লির ভারত মণ্ডপে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় শোনা নিয়ে আত্মবিশ্বাসের সুর।একাধিক বিদেশ সফরের জন্য তাঁর আমন্ত্রণ এসে গিয়েছে ইতিমধ্যেই।মনে করছেন মোদী।জুলাই মাসের আগে লোকসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি।
সমীক্ষা রিপোর্টগুলি বলছে, BJP ৪০০ আসনের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না। তবে NDA হ্যাটট্রিক করবে এবং মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবেদায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।