Siganature নকল করে ২৬ লাখ টাকার FD ভাঙানোর চেষ্টা ২ কর্মীর

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের দুই কর্মী রেজিস্ট্রার ও ফিন্যান্স অফিসারের সই জাল করে ২৬ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট (এফডি) তোলার চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন। শেখ এনামুল হক ও ভক্ত মণ্ডল নামে ওই দুই কর্মীর বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট ব্যাঙ্কের ম্যানেজার।
শুক্রবার সকালে, শেখ এনামুল হক ও ভক্ত মণ্ডল গোলাপবাগের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে যান।২৬ লক্ষ টাকার এফডি ভাঙার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অপেক্ষা করতে থাকেন।ব্যাঙ্ক ম্যানেজার বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও উপাচার্যকে ফোন করেন।উপাচার্য জানিয়ে দেন যে, এফডি ভাঙার জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে কাউকে পাঠানো হয়নি।এরপর ব্যাঙ্ক কর্তৃপক্ষ বর্ধমান থানায় অভিযোগ দায়ের করে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫ জনের তদন্ত কমিটি গঠন করেছে।প্রাথমিক ভাবে দুই কর্মীকে শো-কজ় করা হয়েছে।অভিযুক্ত দুই কর্মীর ফোন বন্ধ থাকায় তাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠন বর্ধমান ইউনির্ভাসিটি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “এমন ঘটনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নজিরবিহীন। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত।”
অন্যান্য এফডি নিয়ে উদ্বেগ:
এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য এফডি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।কর্তৃপক্ষকে অন্যান্য এফডিগুলিও খতিয়ে দেখার জন্য বলা হয়েছে।এই ঘটনাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন উত্থাপন করেছে। তদন্তের মাধ্যমে ঘটনার মূল কারণ বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।