BOLIWOOD: ফ্লপ হচ্ছে বেশিরভাগ সিনেমা, বলিউডকে নিয়ে দুশ্চিন্তায় বরুন ধাওয়ান, কোন পথে আসবে সাফল্য?

সম্প্রতি হিন্দি সিনেমার ভবিষৎ নিয়ে মুখ খুলেছেন বলিউড তারকা বরুন ধাওয়ান। কোন পথে পাওয়া যাবে কাঙ্খিত সাফল্য বাতলে দিলেন ধাওয়ান পুত্র নিজেই। সেই প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন চিরাচরিত মশলাদার সিনেম্মা করেই হবে মুশকিল আসান।

তিনি বলেন ‘আমরা বড় স্কেলের মশলাদার ছবি করা বন্ধ করে দিয়েছি। পশ্চিমি ছবির দ্বারা আমরা প্রভাবিত। কোন ধরণের ছবি আমাদের সাফল্য এনে দেবে তা আমরা কেউ জানিনা। তবু প্রযোজক থেকে বাণিজ্য বিশেষগ্গ প্রত্যেক সপ্তাহে এসে সবাই জ্ঞান দিয়ে যাবে।

প্রসঙ্গত, করোনা কালের পর সিনেমা হল খুললেও বলিউডে হয়নি সেভাবে লক্ষীলাভ। ফ্লপের খাতায় নাম লখিয়েছে বেশিরভাগ সিনেমা। অপরদিকে সাউথের সিনেমা সুপারহিট তকমা পেয়ে কেড়ে নিচ্ছে বলিউডের বাজার। মুখে স্বীকার না করলেও দক্ষিণী আগ্রাসনে চিন্তিত বলিউডের বড় তারকা থেকে শুরু করে পরিচালক, প্রযোজক সকলে।