চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন ৬০ জন, ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হল যাত্রীদের

বাঁকুড়া জেলার সিমলাপালে শিলাবতী নদীর উপর সেতুতে রবিবার দুপুরে একটি বাস দুর্ঘটনায় ঝুলে পড়ে। চালকের তৎপরতায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে আতঙ্কিত হয়ে পড়েন বাসের যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক ধরে একটি বেসরকারী যাত্রীবাহি বাস লক্ষীসাগর হয়ে খাতড়া যাওয়ার পথে সিমলাপালের শিলাবতী নদীর সেতুর কাছে একটি টোটোকে পাশ কাটাতে গিয়ে সেতুর গার্ডওয়াল ভেঙে পাশে বয়ে চলা নদীর দিকে বেশ কিছুটা এগিয়ে যায়। চালক দ্রুততার সঙ্গে বাসটিকে ওই জায়গাতেই দাঁড় করিয়ে ফেলে। আরেকটু হলেই বাসটি ব্রিজ থেকে নিচে নদীতে পড়ত। প্রাণে রক্ষা পেলেন ৬০ জন বাস যাত্রী।

ঘটনাস্থলে ছুটে আসেন আশেপাশের স্থানীয় বাসিন্দারা। বাস থেকে এক এক করে সব যাত্রীকে নামিয়ে নিয়ে আসা হয়। কোনও যাত্রী সেভাবে আহত হননি বলে জানতে পারা গিয়েছে।

স্থানীয় মানুষের দাবি, রাজ্য সড়কের উপর সিমলাপালে নদীর এই সেতু দীর্ঘদিনের পুরনো। সেতু অত্যন্ত সরু হওয়ায় প্রায়শই ছোটো বড় দুর্ঘটনা ঘটে। অবিলম্বে এই সেতুর পরিবর্তে নতুন সেতুর দাবিতে সরব এলাকার মানুষ।

বাসের এক যাত্রী জানান, বাসটি ব্রিজের উপর উঠেই একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে ব্রিজের ধারের দিকে চলে যায়। ব্রিজের গার্ডওয়াল ভেঙে কিছুটা ঝুলে যায় বাসটি। বাসের কিছুটা অংশ ঝুলেছিল। বাসের সকল যাত্রী আতঙ্কে চেঁচামিচি করতে শুরু করেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।