‘আমি বেঁচে আছি’, ‘মৃত্যু’র পরও পরিবারকে ফোন করে বেঁচে থাকার দাবি, রহস্যজনক ঘটনা এই রাজ্যে

অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় এক ব্যক্তির পোড়া মৃতদেহ উদ্ধারের পর হঠাৎ করে তিনি বেঁচে থাকার দাবি করলে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম কেতামল্লা পুসাইয়ার। তিনি পেশায় শস্য ব্যবসায়ী।

শুক্রবার বীরামপালেমে একটি ধানখেত থেকে কেতামল্লার পোড়া মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের সামনে একটি জুতো পড়ে ছিল। এলাকাবাসীর ধারণা, কেতামল্লাকে খুন করে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল।

মৃতদেহ উদ্ধারের পর কেতামল্লার পরিবারের সদস্যরা শোকস্তব্ধ হয়ে পড়েন। কিন্তু এরপরই কেতামল্লার নাম করে একটি অচেনা নম্বর থেকে পরিবারের সদস্যদের ফোন আসে। ফোনে কেতামল্লা জানান, তিনি বেঁচে আছেন।

ফোনে কেতামল্লা জানান, তাঁর জমিতে অজ্ঞাত পরিচয় তিন যুবক একটি মৃতদেহের উপর পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছিল। ঘটনাটি দেখতে পেয়ে ছুটে যান তিনি। বাধা দেওয়ার চেষ্টা করেন যুবকদের। সেই সময় ওই যুবকরা তাঁকে আক্রমণ করে। তাঁর জুতো জ্বলন্ত মৃতদেহের সামনে ফেলে দেয়। এরপর তাঁকে নিয়ে যায় একটি অচেনা জায়গায়।

কেতামল্লার দাবি, সেখানে নিয়ে গিয়ে তাঁকে বেধড়ক মারধর ওই যুবকরা। একসময় জ্ঞান হারান তিনি। জ্ঞান ফিরলে তিনি দেখতে পান, রাজমহেন্দ্রবরম গ্রামীণ মণ্ডলের পিডিমগোয়ার কাছে চাষের জমিতে পড়ে রয়েছেন। এরপর এক পথচারীর কাছ থেকে তিনি ফোন নিয়ে বাড়িতে ফোন করেন ও বেঁচে থাকার বিষয়টি জানান।

পুলিশের কাছে অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু হয়েছে। পোড়া মৃতদেহটি কার তা এখনও পর্যন্ত জানা যায়নি।

কেতামল্লার দাবি সত্যি হলে এটি এক রহস্যময় ঘটনা। কেন তাকে খুন করার চেষ্টা করা হলো? পোড়া মৃতদেহটি কার? এই প্রশ্নের উত্তর জানতে পুলিশ তদন্ত করছে।