রঞ্জি ট্রফি: শিবমের দুর্দান্ত শতক, মুম্বইকে খাদের কিনারা থেকে টেনে তুলল CSK তারকা

মহেন্দ্র সিং ধোনি যে খেলোয়াড়ের হাত ধরেছেন, তিনিই নিজেকে প্রমাণ করেছেন খাঁটি সোনা হিসেবে। এই তালিকায় নতুন নাম যোগ হল শিবম দুবের। টিম ইন্ডিয়াতে ফিরে আসার পর থেকে, শিবম ধোনির কৃতি সন্তানের পরিচয় দিয়ে চলেছেন।

আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে টানা দুটি হাফ সেঞ্চুরি করে টিম ইন্ডিয়াকে জয়ের পথে নিয়ে যাওয়ার পর, রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়েও দুরন্ত পারফরম্যান্স করছেন শিবম। উত্তরপ্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৬ রানে ৬ উইকেট হারিয়ে ১২৬ রানে পিছিয়ে থাকা মুম্বইকে ১৭৭ রানে এগিয়ে নিয়ে গেছেন শিবমের ১১৭ রানের ইনিংস।

১১০ বলে সেঞ্চুরি হাঁকানো শিবম ৯টি চার এবং ৭টি ছক্কা মারেন। সপ্তম উইকেটে শামস মুলানির সঙ্গে ১৭৩ রানের জুটি গড়ে মুম্বইকে লড়াইয়ের সম্ভাবনা দেন তিনি। মুম্বইয়ের হয়ে খেলা শিবম উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করে দলকে ভরাডুবির হাত থেকে কিছুটা হলেও রক্ষা করেছে।

এই ম্যাচে বল হাতেও দুরন্ত পারফরম্যান্স করেছেন শিবম। প্রথম ইনিংসে উত্তরপ্রদেশের তিন ব্যাটসম্যানকে আউট করেছেন তিনি। প্রিয়ম গর্গ, করণ শর্মা এবং সমর্থ সিংকে বোল্ড করেন তিনি।

শিবম দুবে ধোনির কৃতি সন্তান হিসেবে নিজেকে প্রমাণ করে চলেছেন। ভবিষ্যতেও তিনি ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে মনে করা হচ্ছে।