‘চাওয়া পাওয়া থাকবেই, সব চাওয়া সবসময় পূরণ হয় না’, DA নিয়ে মন্তব্য শতাব্দী রায়ের

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একাংশ কেন্দ্রীয় হারে DA-র দাবিতে আন্দোলন করছেন। এই দাবিতে চলছে আইনি লড়াইও। এই পরিস্থিতিতে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের একটি মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা কনভেনশনে উপস্থিত হয়ে শতাব্দী রায় বলেন, “চাওয়া পাওয়া থাকবেই। সব চাওয়া সবসময় পূরণও হয় না। কিন্তু তার মানে সব পাওয়াগুলো ভুলে গেলে হবে না। আরও কিছু চাওয়া থাকবে, সেগুলো নিয়ে আলোচনাও হবে। কিন্তু পাওয়া ভুলে গেলে চলবে না।”
এই মন্তব্যটিকে অনেকেই DA আন্দোলনকারীদের উদ্দেশ্যেই বলা বলে মনে করছেন। তবে শতাব্দী রায় নিজে এই মন্তব্যটি কার উদ্দেশে করেছেন তা পরিষ্কার করেননি। তিনি বলেন, “DA আন্দোলনকারীরা বলে শুধু নয়, সকলেরই চাওয়া পাওয়া থাকে।” অন্যদিকে, তাঁর সংযোজন, ‘DA নিয়ে ওরা (সরকারি কর্মীরা) মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন। তিনি নিশ্চই ভাবছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চই সময়ে সিদ্ধান্ত জানাবেন।’
শতাব্দীর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, এই মন্তব্যটি DA আন্দোলনের পক্ষে ইঙ্গিত দেয়।
প্রসঙ্গত, বড়দিনের আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই ঘোষণায় সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। তাঁদের দাবি, AICPআই মেনে তাঁদের DA বৃদ্ধি করা উচিত।
এদিকে, DA মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। আগামী ৫ ফেব্রুয়ারি এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।