কৃষক আন্দোলন, মোনালিসার ছবিতে স্যুপ ছিটিয়ে প্রতিবাদ

ফ্রান্স জুড়ে চলমান কৃষক আন্দোলনের ঢেউ এবার আছড়ে পড়েছে প্যারিসের ল্যুভর মিউজিয়ামে রাখা বিশ্বখ্যাত মোনালিসার ছবির উপর।
আজ শুক্রবার দুপুরে আচমকা মিউজিয়ামে ঢুকে পড়েন দুই কৃষক আন্দোলনকারী। তারা দ্য ভিঞ্চির ১৬ শতকের আঁকা মোনালিসার ছবিটির উপর স্যুপ ছিটিয়ে সেটিকে বিকৃত করার চেষ্টা করেন।
তবে ছবিটি বুলেটপ্রুফ কাঁচ দিয়ে ঘেরা থাকায় সেটির কোনও ক্ষতি হয়নি। শুধুমাত্র কাচের উপর হলুদ রঙের দাগ পড়ে যায়।
মোনালিসার উপর স্যুপ ছিটিয়ে প্রতিবাদ করে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, “আমাদের কৃষি ব্যবস্থা রুগ্ন।”
পরে মিউজিয়ামের নিরাপত্তা কর্মীরা বিক্ষোভকারীদের সামনে কালো কাপড়ের পর্দা টানিয়ে দেন এবং চিত্রকর্মটি যে কক্ষে রয়েছে, সেটি থেকে লোকজনকে বের করে দেন।
ইমানুয়েল ম্যাক্রোঁ পরিচালিত ফরাসি সরকারের জ্বালানীর দাম বৃদ্ধি, কৃষিনীতি বদলের দাবিতে ফ্রান্সের কৃষকরা আন্দোলনের পথে নেমেছেন।
শুক্রবার কৃষকদের আন্দোলনে ফ্রান্সের বেশ কয়েকটি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। দাবি মানা না হলে আন্দোলনকারী আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।