সাবস্ক্রাইবার সংখ্যা লুকানোর ফিচার বন্ধ হতে চলেছে, নতুন পদক্ষেপ ইউটিউবের

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সুপরিচিত সমস্যা স্প্যাম। সম্প্রতি এ সমস্যা আরো প্রকট হয়ে উঠেছে। স্প্যামের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিয়েছে ইউটিউব। তথ্যানুযায়ী, সাবস্ক্রাইবার সংখ্যা আর লুকাতে পারবে না ইউটিউব চ্যানেলগুলো। এর মাধ্যমে ফেক অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে কিছুটা সোচ্চার হওয়া যাবে বলে আশা করছে ইউটিউব। খবর টেকক্রাঞ্চ।

চলতি বছরের ২৯ জুলাই থেকে ইউটিউব চ্যানেলগুলোর সাবস্ক্রাইব সংখ্যা আর লুকিয়ে রাখা যাবে না। মূলত সাবস্ক্রাইবারদের সংখ্যা লুকানোর মাধ্যমে সহজেই স্প্যাম অ্যাকাউন্টগুলোকে আড়াল করা যায়। এ সমস্যার নিরসনেই পদক্ষেপ নিয়েছে ইউটিউব।

এ বিষয়ে ইউটিউব জানায়, কয়েকজন ক্রিয়েটর চ্যানেলের স্বার্থে সাবস্ক্রাইবারদের সংখ্যা আড়াল করে থাকেন। তবে স্প্যামিং দূর করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। এ পরিবর্তনের ফলে অনেকেই অসন্তুষ্ট হবেন। যেহেতু ইউটটিউব কোনো ফিচার যোগ করছে না, বরং তা মুছে ফেলছে। তবে এ পরিবর্তনের সিদ্ধান্তে প্রতিষ্ঠান অটল।

এদিকে চ্যানেলের নামে নতুন কিছু স্পেশাল ক্যারেক্টারের বিধিনিষেধও জারি করবে প্লাটফর্মটি।

অনেক সময় সাবস্ক্রাইবারের আশায় অন্য কোনো অ্যাকাউন্টের নামের সঙ্গে মিল রেখে দু-একটা স্পেশাল ক্যারেক্টার যোগ করে স্প্যাম অ্যাকাউন্ট তৈরি করা হয়। প্রথম দর্শনে তা ব্যবহারকারীদের চোখে মূল অ্যাকাউন্ট বলে ভ্রম হয়।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy