Ram Mandir: নির্মীয়মাণ মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, কবে ভক্তদের জন্য খুলবে দরজা?

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। গর্ভগৃহে বিরাজমান রামলালা। ৮৪ সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে ভগবান রামলালার প্রাণপ্রতিষ্ঠা। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে।
সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে রাম মন্দিরের গর্ভগৃহে আচার অনুষ্ঠান শুরু হবে। ১৬ জানুয়ারি থেকে নানা আচার-বিধি পালিত হচ্ছে অযোধ্যায়। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে সেসব আচার-বিধি পালনের অনুষ্ঠান। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত বলেছেন যে ভগবান রামের প্রাণ প্রতিস্থা সাড়ে ১২টার মধ্যে সম্পন্ন হবে এবং সাধারণ ভক্তরা ২৩ জানুয়ারি থেকে রামলালার দর্শন করতে পারবেন।
নব নির্মিত রাম মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে ২.৭ একর জমির উপর। মন্দিরটি নির্মিত হয়েছে উত্তর ভারতের নাগারা শৈলীতে। মন্দিরটির দৈর্ঘ্য় ৩৮০ ফুট (পূর্ব-পশ্চিম দিক), প্রস্থ ২৫০ ফুট ও উচ্চতা ১৬১ ফুট। রাম মন্দিরে মোট ৩৯২টি স্তম্ভ ও ৪৪টি দরজা রয়েছে। পাঁচটি মণ্ডপ হল নৃত্য মণ্ডপ, রং মণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ এবং কীর্তন মণ্ডপ। রামমন্দিরের ৩টি তলের প্রতিটির উচ্চতা ২০ ফুট করে। মন্দিরের প্রথম তলে মোট স্তম্ভ রয়েছে ১৬০টি। দ্বিতীয় তলে স্তম্ভের সংখ্যা ১৩২। আর তৃতীয় তলে ৭৪টি স্তম্ভ রয়েছে। রাম মন্দিরের মোট ফটকের সংখ্যা ১২।
‘প্রাণপ্রতিষ্ঠা’-র আগেই শিশু রামের জন্য উপচে পড়েছে উপহারের ডালি। দেশের বিভিন্ন রাজ্য থেকে তো বটেই, বিদেশ থেকেও এসেছে উপহার। সোনা-রুপোর পাদুকা থেকে শুরু করে মিহি রেশমের বস্ত্র, গহনা কিছুই বাদ যায়নি। উপহারের তালিকায় রয়েছে খাবার দাবারও।
অযোধ্য় নির্মিত রাম মন্দিরের আয়ু এক হাজার বছরেরও বেশি। ভূমিকম্পেও নড়বে না রাম মন্দিরের ভিত। দাবি নির্মাণের সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থার প্রকল্প আধিকারিকের।