Ram Mandir : রাম মন্দিরে যাচ্ছে ফুলিয়ার ‘রামায়ণ’ শাড়ি, অবহেলায় রয়েছে কৃত্তিবাসী লাইব্রেরি

নদিয়ার ফুলিয়ার বিখ্যাত তাঁত বস্ত্র শিল্পী বীরেন কুমার বসাক তৈরি করেছেন কৃত্তিবাসী রামায়ণের উপর ভিত্তি করে একটি শাড়ি। এই শাড়িটি রাম জন্মভূমি মন্দিরে দান করার ইচ্ছা ছিল তাঁর। অবশেষে সেই ইচ্ছা পূরণ হতে চলেছে।

বীরেন বসাক জানান, ১৯৯৫ সালে তিনি এই শাড়িটি তৈরি শুরু করেন। প্রায় দুই বছরের চেষ্টায় সম্পন্ন হয় কাজটি। শাড়িটিতে রামায়ণের বিভিন্ন কাহিনী চিত্রিত রয়েছে।

শিল্পীর ইচ্ছা অনুযায়ী, আগামীকাল মঙ্গলবারের পরে যেকোনো দিন তিনি শাড়িটি রাম মন্দিরে দান করবেন। তবে মন্দির কমিটির নির্দেশ অনুযায়ী, শাড়িটি ক্যুরিয়ার করার ব্যবস্থাও করা হয়েছে।

বীরেন বসাক জানান, ফুলিয়ায় কবি কৃত্তিবাস ওঝার জন্মস্থান। সেই কারণেই তিনি কৃত্তিবাসী রামায়ণের উপর ভিত্তি করে শাড়িটি তৈরি করেন।

শাড়িটি তৈরি করতে গিয়ে ফুলিয়া কৃত্তিবাস লাইব্রেরির সাহায্য নেন শিল্পী। সেই লাইব্রেরিতে রয়েছে কৃত্তিবাসী রামায়ণের মূল পাণ্ডুলিপির ফটোকপি।

এদিকে, কৃত্তিবাস লাইব্রেরির বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁরা অভিযোগ করেন, লাইব্রেরিটি বর্তমানে অবহেলিত অবস্থায় রয়েছে। লাইব্রেরির আশেপাশে নোংরা আবর্জনায় ভরা। সপ্তাহে মাত্র দুদিন লাইব্রেরি খোলা থাকে।

অন্যদিকে, কৃত্তিবাসী রামায়ণের মূল পাণ্ডুলিপি ফ্রান্সে রয়েছে। সেই পাণ্ডুলিপিটি দেশে ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন অনেকে।