রামমন্দিরের অনুষ্ঠানে খাওয়ানোর দায়িত্ব নিলো প্রভাস, করলেন ৫০ কোটি টাকা অনুদান!

আগামী ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হবে অযোধ্যায় রামমন্দির। দেশজুড়ে রামভক্তদের মধ্যে এই দিনটির জন্য ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কিন্তু, উদ্বোধনের মাত্র দুদিন আগে রামমন্দির নিয়ে দুটি বিতর্ক ও গুঞ্জন তৈরি হয়েছে।

প্রথমত, সোশ্যাল মিডিয়ায় রামলালার একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, রামলালার চোখ খোলা। এই ছবি প্রকাশের পর বিতর্ক শুরু হয়েছে।

রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস এই ছবি প্রকাশের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, উদ্বোধনের আগে রামের মূর্তির চোখ খোলা যায় না। যে ছবিতে রামের চোখ খোলা দেখা যাচ্ছে, সেটি আসল মূর্তি নয়।

দ্বিতীয়ত, গুঞ্জন রয়েছে যে, রামমন্দির উদ্বোধনের জন্য দক্ষিণী তারকা প্রভাস ৫০ কোটি টাকা অনুদান দিয়েছেন। এমনকি, তিনি নাকি রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানের খাওয়াদাওয়ার দায়িত্বও নিয়েছেন।

তবে, প্রভাসের টিমের তরফে জানানো হয়েছে, এই খবর সম্পূর্ণ ভুয়ো। প্রভাস কোনও টাকা অনুদান দেননি বা খাওয়াদাওয়ার দায়ভারও নিজের কাঁধে নেননি।

রামমন্দির উদ্বোধনের আগে এই বিতর্ক ও গুঞ্জন কিছুটা অস্বস্তি তৈরি করেছে। তবে, রামভক্তদের মধ্যে উদ্বোধনের আগ্রহে কোনও প্রভাব পড়বে বলে মনে হয় না।

রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানটি ২২ জানুয়ারি দুপুর ১২টা ১৫ মিনিটে শুরু হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ আরও অনেক রথীমহারথী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে।