SPORTS: “নেইমারের প্যাশন ফুটবলের চেয়ে অন্যত্র বেশি”-বিস্ফোরক মন্তব্য কোচের

ইনজুরির কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন নেইমার জুনিয়র। এজন্য বর্তমান ক্লাব আল হিলালের জার্সিতে খুব বেশি ম্যাচ খেলা হয়নি তার। স্বাভাবিকভাবেই তাকে মাঠে দেখতে মরিয়া সৌদির ক্লাবটি। এরই মধ্যে নেইমারকে নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন আল হিলাল কোচ হোর্হে জেসুস।
নেইমারকে নিয়ে আল হিলাল কোচের দাবি, নেইমারের প্যাশন ফুটবলের চেয়ে অন্য জিনিসে বেশি। রোনালদোর সঙ্গে নেইমারের ফুটবল প্যাশনের তুলনা করে এই কথা বলেন পর্তুগিজ কোচ।

সাবেক পোর্ত কোচ জেসুস বলেন, ‘ফুটবলের প্রতি ক্রিস্টিয়ানো রোনালদোর প্যাশন অনেক বেশি এবং ফুটবলকে সে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। তবে নেইমারের প্যাশন ফুটবলের চেয়ে অন্যত্র বেশি। ওগুলোই তার কাছে বেশি প্রাধান্য পায়, যেগুলো তার ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত।’

নেইমারের ফুটবল প্যাশন নিয়ে প্রশ্ন তুললেও ফুটবলার হিসেবে তিনি অসাধারণ বলে মন্তব্য করেছেন আল হিলাল কোচ হোর্হে জেসুস।

জেসুস বলেন, ‘প্রথমত, বলবো আমার ভাগ্য তেমন একটা ভালো নয়। কারণ আমি পূর্বে নেইমারকে কোচিং করানোর সুযোগ পাইনি। এবার তাকে দলে পেয়েও তার সঙ্গে মাত্র দেড় মাস কাজ করতে পেরেছি। তাকে কোচিং করানো খুব সহজ মনে হয়েছে, সে দারুণ একটা ছেলে যার সঙ্গে সহজে বোঝাপড়া করে নেয়া যায়।’

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy