মেলেনি পাত্রী, যুবকের সঙ্গেই চম্পট দিলো বিবাহিত মহিলা ঘটক! শোরগোল বাংলায়

বালুরঘাটে ঘটক মহিলার সঙ্গে পালিয়ে গেলেন বিবাহিত যুবক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে গত রবিবার। বালুরঘাটের এক গ্রামের বাসিন্দা ২৩ বছর বয়সী এক যুবক বিয়ের জন্য ঘটক খুঁজছিলেন। সেই সময় এক ইলেকট্রিক মিস্ত্রির স্ত্রী তার সঙ্গে যোগাযোগ করেন। তিনি নিজেও ঘটক ছিলেন। যুবক তাকেই তার জন্য পাত্রী খুঁজে দেওয়ার দায়িত্ব দেন।
প্রথমে কয়েকজন মেয়ের ছবি দেখান ঘটক মহিলা। কিন্তু যুবক তাদের কারওই পছন্দ করেননি। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।
ঘটক মহিলাও বিবাহিত ছিলেন এবং তার একটি ছোট্ট সন্তান ছিল। কিন্তু প্রেমের টানে তিনি স্বামী-সন্তানকে ফেলে যুবকের সঙ্গে পালিয়ে যান।
পালিয়ে যাওয়ার পর তারা বিয়েও করেন। কিন্তু তাদের এই সম্পর্ক স্বীকৃতি দেয়নি দুই পরিবার। তারা থানার দ্বারস্থ হয়েছেন।
ঘটক মহিলার স্বামী দাবি করেছেন, প্রথম স্বামী বেঁচে থাকা অবস্থায় কোনও মহিলা যদি দ্বিতীয় বিয়ে করেন সেক্ষেত্রে তা আইনি বৈধতা পায় না। তিনি তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতে চান।
এদিকে, যুবকের পরিবারও তার বিয়ে মেনে নিতে রাজি নয়। তারাও থানার দ্বারস্থ হয়েছেন।
এখনও পর্যন্ত ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি থানায়। তবে পুলিশ তদন্ত শুরু করেছে।