SSC: পরীক্ষা-ইন্টারভিউ কিছুই দেননি, ৫৮ জন ‘ভূতুড়ে’ শিক্ষককে এবার খুঁজে পেল সিবিআই

পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সিবিআই চার্জশিটে দাখিল করা তথ্য অনুযায়ী, রাজ্যজুড়ে ৫৮ জন ‘ভূতুড়ে’ চাকরি প্রার্থীর খোঁজ পাওয়া গিয়েছে। তাঁরা প্রত্যেকেই এখনও বহাল তবিয়তে চাকরি করে চলেছেন। অথচ, তাঁদের নিয়োগের ব্যাপারে এসএসসির কাছে কোনও তথ্য নেই।

এসএসসি জানিয়েছে, এই প্রার্থীরা আদৌ কোনও পরীক্ষা বা ইন্টারভিউ দিয়ে চাকরি পাননি। তাহলে তাঁরা কী ভাবে কোনও স্কুলে নিয়োগ হলেন, এ ব্যাপারে হতবাক এসএসসি কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই, আদালতে সিবিআই চার্জশিট জমা দিয়েছে, সেখানেই জানতে পারা গিয়েছে, এসএসসি নবম-দশমে ৪০ জন এবং একাদশ-দ্বাদশে ১৮ জন এই ধরনের ভুয়ো শিক্ষকের ‘অস্তিত্ব’ পাওয়া গিয়েছে।

এই ৫৮ জনের পরীক্ষার খাতা এসএসসি খুঁজে পায়নি। নিয়োগের জন্য সরকারি প্যানেলেও তাঁদের নামের হদিশ পাওয়া যায়নি। এই শিক্ষকরা ইন্টারভিউ কিংবা অ্যাপটিটিউড টেস্টের মুখোমুখিও হননি বলে জানিয়েছে এসএসসি। বস্তুত, স্কুল সার্ভিস কমিশনের হাতে তাঁদের সম্পর্কে কোনও তথ্যই নেই বলে জানানো হয়েছে।

নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে স্কুল শিক্ষা দফতরের একাধিক কর্তা ব্যক্তি, তৃণমূল নেতা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। তদন্ত প্রক্রিয়া প্রায় শেষের পথে বলে জানিয়েছে এসএসসি।