১৯৯২ সালে অযোধ্যায় এসেছিলেন নরেন্দ্র মোদী, ৩২ বছর পর রামমন্দিরে ফেরার স্বপ্নপূরণ প্রধানমন্ত্রীর

অযোধ্যায় নির্মীয়মাণ রামমন্দিরের উদ্বোধন হতে চলেছে ২২ জানুয়ারি। এই বিশেষ অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে রামমন্দিরের সম্পর্ক আরও গভীর। প্রায় ৩২ বছর আগে এই ১৪ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির দর্শনে এসেছিলেন তিনি। সেই সময় শপথ নিয়েছিলেন রামমন্দির তৈরির দিনে ফের অযোধ্যায় আসার।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে প্রধানমন্ত্রীর একটি পুরনো ছবি। ১৯৯২ সালের ১৪ জানুয়ারি তৎকালীন বিজেপি নেতা নরেন্দ্র মোদী দেশজুড়ে একতা যাত্রায় বেরিয়েছিলেন। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ছিল এই একতা যাত্রা। অযোধ্যায় রামমন্দিরে পৌঁছাতেই জয় শ্রী রাম স্লোগান তোলা হয়েছিল। সেই সময় মন্দির প্রাঙ্গনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শপথ নিয়েছিলেন যে রামমন্দির নির্মাণ হলে তবেই তিনি ফের এখানে আসবেন।

দীর্ঘদিন ধরে চলা রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার অবসান হয়েছিল ২০১৯ সালের ৯ নভেম্বর। এরপর মন্দির নির্মাণের নেওয়া হয়েছিল পরিকল্পনা। ২০২০ সালে মন্দিরের ভূমি পূজন অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী। প্রায় তিন বছর পর আগামী ২২ জানুয়ারি রামলালা প্রতিষ্ঠার মাধ্যমে অযোধ্যার নির্মীয়মাণ রামমন্দিরের দরজা খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। সেই সঙ্গে স্বপ্নপূরণ হবে প্রধানমন্ত্রীর ৩২ বছর আগের শপথের।