KYC: অচেনা নম্বর থেকে ফোন ধরতেই মহাবিপদ! BANK থেকে গায়েব হলো সব টাকা

সিউড়িতে ব্যাঙ্ক কেওয়াইসির নাম করে প্রতারণা করে ৯৮০০০ টাকা হাতিয়ে নিল একদল প্রতারক। শুক্রবার সকালে সিউড়ির রামকৃষ্ণ সাহা নামের এক ব্যবসায়ীর কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনে তাঁকে বলা হয়, কেওয়াইসি করা না থাকায় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।

রামকৃষ্ণ সাহার ভয় পেয়ে যান। তিনি ফোনের বিপরীত প্রান্তে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, কী ভাবে নিজের অ্যাকাউন্টটি সচল রাখতে পারবেন তিনি? এই বিষয়ে তাঁকে ফোনের বিপরীত প্রান্তে থাকা ব্যক্তি বলেন, অ্যাকাউন্ট স্বাভাবিক রাখতে গেলে ফোনে আসা OTP জানাতে হবে।

রামকৃষ্ণ সাহার মনে হয়, ফোনটি ব্যাঙ্ক থেকে আসছে। তাই তিনি বিশ্বাস করে ফোনে আসা ওটিপি জানিয়ে দেন। এরপরেই দুই দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় এক লাখ টাকার কাছাকাছি অর্থ তুলে নেওয়া হয়।

এদিন দুপুর ১২টা ২ মিনিট এবং ১২টা ৫ মিনিট নাগাদ তাঁর ফোনে মেসেজ ঢোকে যে, দুই ধাপে তাঁর অ্যাকাউন্ট থেকে ৩০০০০ এবং ৬৮০০০ টাকা কেটে নেওয়া হয়েছে।

জালিয়াতির শিকার হয়েছেন বুঝে দ্রুত ব্যাঙ্কে যান রামকৃষ্ণ। কিন্তু, সেদিন বন্ধ ছিল ব্যাঙ্ক। ফলে সেখান থেকে তৎক্ষনাৎ কোনও সাহায্য তিনি পাননি।

এরপরেই সিউড়ি থানার দ্বারস্থ হন তিনি। সেখানে লিখিত অভিযোগ জানান রামকৃষ্ণ। সাইবার ক্রাইম থানার তরফ থেকে গোটা বিষয়টির তদন্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে।

রামকৃষ্ণ সাহা বলেন, ‘আমাদের মতো সাধারণ মানুষরা সুরক্ষার জন্য ব্যাঙ্কে টাকা রাখেন। তাঁরা যদি সেখানেও কোনও সুরক্ষা না পান সেক্ষেত্রে কোথায় যাব! আমাকে ফোনে বলা হয়েছিল ওরা ব্যাঙ্ক থেকে কথা বলছে। থানায় অভিযোগ দায়ের করেছি।’

উল্লেখ্য, সাইবার প্রতারণার ঘটনা দিন দিন বেড়েই চলেছে দেশে। শিকার হচ্ছেন এই রাজ্যের বাসিন্দারাও। নিয়মিত পুলিশের পেজ থেকে সাইবার প্রতারণা প্রসঙ্গে সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে। এই নিয়ে সোশ্যাল মিডিয়া পেজ শুধু নয়, বিভিন্ন ক্যাম্প করেও সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে।

সাইবার বিশেষজ্ঞের কথায়, ‘কোনও অপরিচিত নম্বর থেকে কেউ ফোন করলে কোনওভাবেই ব্যাঙ্ক সংক্রান্ত নথি দেওয়া ঠিক নয়।’