অ্যাপল এয়ারড্রপের এনক্রিপশন ভাঙার দাবি করলো চীনা কোম্পানি

এক চীনা প্রযুক্তি কোম্পানি অ্যাপল এয়ারড্রপের ব্যবহারকারীদের শনাক্ত করতে জনপ্রিয় এই ফাইল শেয়ারিং ফিচারের এনক্রিপশন ভেদ করেছে।

ওয়াংশেনডংজিয়ান টেকনোলজি নামের এক কোম্পানি এই দাবি করেছে বলে জানিয়েছে বেইজিংয়ের বিচারবিভাগ।

কোম্পানিটি বেইজিং সাবওয়েতে পথচারীদের কাছে ‘অনুপযুক্ত তথ্য’ পাঠানোর জন্য ফিচারটি ব্যবহার করা ব্যক্তিদের খুঁজে পেতে পুলিশকে সহায়তা করেছে বলে বিবৃতিতে জানিয়েছে বেইজিং শহরের বিচার বিভাগ জাস্টিস ব্যুরো।

প্রেরকদের মোবাইল ফোন নম্বর, ইমেইল অ্যাড্রেস শনাক্ত করার পাশাপাশি বেশ কয়েকজন সন্দেহভাজন কে চিহ্নিত করার কথা জানিয়েছে বিভাগটি। তবে, বার্তাগুলো সম্পর্কে বিশদ বিবরণ প্রকাশ করেননি তারা।

চীনা শহরের সাবওয়ে ও বাস ব্যবহার করা বেশ কিছু যাত্রী বিরক্তিকর বার্তার জন্য এয়ারড্রপ-কে দায়ী করেছেন। এ ছাড়াও, জনপ্রিয় এ ফাইল শেয়ারিং ফিচারটি ২০২২ সালের শেষ নাগাদ চীনা সরকারের নামে সমালোচনামূলক বার্তা বেনামে ছড়িয়ে দেওয়ার জন্যও ব্যবহার করা হয়েছিল বলে একটি প্রতিবেদনে লিখেছে সিএনএন।

ওয়াংশেনডংজিয়ান টেকনোলজি ‘এয়ারড্রপের মাধ্যমে বেনামী ট্রেসেবিলিটি’র (অর্থাৎ কোনকিছু শনাক্ত করার ক্ষমতা) প্রযুক্তিগত অসুবিধাগুলি ভেঙ্গেছে, যা ‘অনুপযুক্ত মন্তব্য এবং সম্ভাব্য খারাপ প্রভাব আরও বেশি ছড়িয়ে পড়া থেকে আটকেছে’ — বলেছে জাস্টিস ব্যুরো।

এ প্রসঙ্গে মন্তব্যের জন্য অ্যাপলের সঙ্গে যোগাযোগ করলেও তাতে সফল হয়নি সিএনএন।

২০২২ সালের অক্টোবরে চীনা নেতা শি জিনপিংয়ের বিরুদ্ধে প্রতিবাদে ব্যবহৃত শ্লোগানের লিফলেট এবং ছবি ছড়িয়ে দিতে কিছু চীনা নাগরিক এয়ারড্রপ ব্যবহার করেছেন, যা শুধু অ্যাপল ডিভাইসেই ব্যবহার করা যায়। সে সময় এ নিয়ে ট্রতিবেদন ছাপে নিউ ইয়র্ক টাইমস এবং ভাইস ওয়ার্ল্ড নিউজসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

২০১৯ সালে, এয়ারড্রপ হংকংয়ের সরকার বিরোধী বিক্ষোভকারীদের মধ্যেও বিশেষভাবে জনপ্রিয় ছিল। তারা নিয়মিতভাবে সাবওয়ে যাত্রীদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে রঙিন পোস্টার এবং আর্টওয়ার্ক পাঠাতে এ ফিচারটি ব্যবহার করেছেন।

২০২২ সালের নভেম্বরে, শি-এর বিরুদ্ধে প্রতিবাদের পরপরই, অ্যাপল চীনা ডিভাইসের জন্য ‘নন-কনট্যাক্ট’ মানুষের সঙ্গে এয়ারড্রপ শেয়ারিং সীমাবদ্ধ করা শুরু করে। ফলে, ব্যবহারকারীদের জন্য অচেনা মানুষের সঙ্গে ফাইলগুলো ভাগ করা কঠিন হয়ে পড়ে।