ED-র উপর হামলার এক সপ্তাহ পর গ্রেফতার ২, এখনও পলাতক শেখ শাহজাহান

গত শুক্রবার সন্দেশখালিতে ED-র তদন্তকারীদের উপর হামলার ঘটনায় এক সপ্তাহ পরে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নাম মেহবুব মোল্লা এবং সুকমল সর্দার। তারা দুজনেই শেখ শাহজাহানের অনুগামী বলে জানা গেছে।
গত শুক্রবার রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যান ED আধিকারিকরা। একাধিকবার ডাকাডাকির পরেও কেউ দরজা না খোলায় তালা ভাঙতে যান সিআরপিএফ জওয়ানরা। সেই সময়ই শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে ইডির উপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে। তিন জন ED আধিকারিক আহত হন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় রীতিমতো নিন্দার ঝড় উঠেছিল। দুর্নীতির তদন্ত করতে গিয়ে যদি ED আধিকারিকদেরই প্রহৃত হতে হয় সেক্ষেত্রে সাধারণ মানুষ কতটা সুরক্ষিত? প্রশ্ন তুলে দিয়েছিলেন বিরোধীরা। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, রাজ্যপাল কেন হস্তক্ষেপ করছেন না তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।
এই ঘটনার পর থেকে নিরুদ্দেশ শেখ শাহজাহান। এই ঘটনায় ন্যাজাট থানাতে তিনটি এফআইআর দায়ের হয়। আর সেই অভিযোগের উপর ভিত্তি করেই তদন্তে নামে পুলিশ।
জানা গিয়েছে, ফুটেজ দেখে ওই দুই জনকে শনাক্ত করা হয় এবং তাঁদের খোঁজ শুরু করে পুলিশ। সূত্রের খবর, তাঁরা মাছের ভেড়ির মধ্যে লুকিয়ে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ এবং গ্রেফতার করা হয় মেহবুব এবং সুকমলকে।
এই ঘটনায় দুই জনের গ্রেফতার অবশ্যই একটি ইতিবাচক দিক। তবে শেখ শাহজাহান এখনও পলাতক। তাকে গ্রেফতার করা গেলে এই ঘটনার রহস্য উদঘাটন হবে বলে মনে করা হচ্ছে।