Toto: ৩ মাসের মধ্যেই টোটো নিয়ন্ত্রণে পদক্ষেপ? বড় ইঙ্গিত দিলেন শিলিগুড়ির মেয়র

শিলিগুড়িতে লাগামহীন টোটোর কারণে ব্যাপক যানজট ও দুর্ঘটনার অভিযোগের মধ্যে মেয়র গৌতম দেবের নেতৃত্বে পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে টোটোগুলিকে নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।
জানা গেছে, শিলিগুড়িতে প্রায় ২০ হাজার টোটো চলাচল করে। তার মধ্যে অনেক টোটোরই রেজিস্ট্রেশন নেই। এর ফলে এরা শহরের বিভিন্ন রাস্তায় অবাধে চলাচল করে। ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এমনকি জাতীয় সড়ক দিয়েও চলাচল করে প্রচুর টোটো।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রেজিস্ট্রেশনবিহীন টোটোগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও টোটোগুলিকে নির্দিষ্ট রুটে চলাচল করার নির্দেশ দেওয়া হবে। টোটোর জন্য নির্দিষ্ট স্ট্যান্ড তৈরি করা হবে।
মেয়র গৌতম দেব বলেন, “টোটোগুলিকে নিয়ন্ত্রণের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। এর মধ্যে কিছু পদক্ষেপ আমরা ইতিমধ্যেই শুরু করেছি। আরও কিছু পদক্ষেপ নিতে আমরা কিছু সময় নেব।”
শিলিগুড়ি ছাড়াও রাজ্যের অন্যান্য শহরেও টোটোর বাড়বাড়ন্ত নিয়ে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন টোটোগুলিকে নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী হচ্ছে।