HDFC -ব্যাঙ্কের লোনে দিতে হবে বেশি EMI, ঋণ নিয়ে মাথায় হাত গ্রাহকদের!

দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC ব্যাঙ্ক আবারও MCLR হার বৃদ্ধি করেছে। এই সিদ্ধান্তের ফলে এই ব্যাঙ্কের গ্রাহকদের ঋণের EMI বাড়তে পারে।

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, 8 জানুয়ারি, 2024 থেকে নতুন MCLR হার কার্যকর হয়েছে। একদিনের ক্ষেত্রে MCLR হার 10 বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়ে 8.80 শতাংশ হয়েছে। এক মাসের ক্ষেত্রে MCLR হার 5 বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়ে 8.80 শতাংশ হয়েছে। তিন মাসের ক্ষেত্রে MCLR হার 5 বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়ে 9 শতাংশ হয়েছে। ছয় মাসের ক্ষেত্রে MCLR হার 5 বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়ে 9.20 শতাংশ হয়েছে। এক বছরের ক্ষেত্রে MCLR হার 5 বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়ে 9.25 শতাংশ হয়েছে।

MCLR হল মার্জিনাল কস্ট অব ফান্ডস বেসড লেন্ডিং রেট। এটি হল ব্যাঙ্কগুলির ঋণ দেওয়ার সর্বনিম্ন হার। MCLR হার বৃদ্ধির ফলে ব্যাঙ্কগুলি ঋণের ক্ষেত্রে বেশি সুদ নিতে পারবে।

HDFC ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে এই ব্যাঙ্কের গ্রাহকদের ঋণের EMI বাড়তে পারে। কারণ, MCLR হার বৃদ্ধির ফলে ঋণের সুদের হারও বৃদ্ধি পায়।

শুধুমাত্র HDFC ব্যাঙ্কই নয়, অন্যান্য ব্যাঙ্কগুলিও MCLR হার বৃদ্ধি করছে। সম্প্রতি SBI এবং ইন্ডিয়ান ব্যাঙ্কও MCLR হার বৃদ্ধি করেছে।

RBI টানা পাঁচ মাস রেপো রেট অপরিবর্তিত রেখেছে। কিন্তু তারপরও ব্যাঙ্কগুলি MCLR হার বৃদ্ধি করছে। এর ফলে গ্রাহকদের ঋণের খরচ বাড়ছে।