সন্দেশখালিতে ED-র উপর হামলা, কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত ডিজিপির

গত শুক্রবার সন্দেশখালিতে ED-র উপর হামলার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। এই ঘটনার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। এবার এই ঘটনায় মুখ খুললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি বলেন, “আইন ভাঙলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
গত শুক্রবার সকালে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যান ED আধিকারিকরা। তাঁকে একাধিকবার ডাকাডাকি করা হলেও দরজা খোলেননি তিনি। এরপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দরজা ভাঙতে গেলে শাহজাহানের অনুগামীরা ED আধিকারিকদের দিকে তেড়ে যান। আহত হন একাধিক ED আধিকারিক।
শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘২০১৯ সালে ৬ জুন বিজেপির তিন জনকে খুন করে দেহ লোপাট করে দেওয়া হয়। প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডল। CID তদন্ত হয়। দুটি FIR হয়। দুটি মামলাকেই মূল অভিযুক্ত ছিলেন শেখ শাহজাহান। একটি মামলার CID তদন্ত হওয়ার পর সেই মামলার চার্জশিট দেওয়া হয়। সেখানে শেখ শাহজাহানের নাম ছিল না।’
এই ঘটনার পর রাজ্যের পুলিশ প্রশাসন এবার মুখ খুলল। ডিজিপি রাজীব কুমার বলেন, “আইন ভাঙলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” ডিজিপির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, শেখ শাহজাহান এই ঘটনার পর থেকেই বেপাত্তা। তাঁকে খোঁজার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে তাঁর একটি অডিয়ো বার্তা সামনে এসেছে। শেখ শাহজাহানের এলাকায় প্রতিপত্তি, তাঁর সম্পত্তির পরিমাণ রীতিমতো চোখ কপালে তুলেছে তদন্তকারীদের।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাংলাদেশে পালিয়ে যেতে পারেন তিনি। আর এই কারণে বিএসএফকেও সতর্ক করা হয়েছে। এভাবে ইডির উপর হামলা কার্যত নজিরবিহীন বলে মনে করা হচ্ছে।
ED-র উপর হামলার ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। রাজ্য পুলিশের ডিজিপির কড়া মন্তব্যের পর দেখার বিষয় হল, এই ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়।