আদালত অবমাননায় অভিযোগ উঠেছিল, হাইকোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন রাজীব সিনহা

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে আজ সোমবার পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার বিষয়ে আদালতের নির্দেশ অমান্য করায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় তিনি নিঃশর্ত ক্ষমা চাইলেন।
আদালতকে জানানো হয়, আদালতের সব নির্দেশ মেনে নেওয়া হয়েছে। কিছু ভুল হয়নি। যা হয়েছে অনিচ্ছাকৃত। আদালত অবমাননা হয়নি।
আদালত জানায়, ক্ষমা চাওয়ার ব্যাপারটাও দেখা হবে। মামলাকারীকে আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এরপর ২৩ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার বিষয়ে আদালতের নির্দেশ অমান্য করায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে ১৩ অক্টোবর রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে কলকাতা হাইকোর্ট। ১৫ ডিসেম্বরের মধ্যেই আদালত হলফনামা জমা দেওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছিল। তবে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এসে হলফনামা জমা দিলেন রাজীব সিনহা।