“রাজ্যের পড়ুয়াদের সরকারি দফতরে শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ”-বড় ঘোষণা মমতার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো ক্ষমতায় এসে তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও শিক্ষার জন্য আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। সোমবার স্টুডেন্টস উইকের সমাপনী উদযাপন অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন, রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন কলেজ বা ইউনিভার্সিটির পড়ুয়ারা।

মুখ্যমন্ত্রী বলেন, “আমি চাই যৌবন অবস্থা থেকেই সরকারি কাজের প্রশিক্ষণ নিতে শিখুক তরুণ প্রজন্ম। এই বছর থেকে আড়াই হাজার ছাত্রছাত্রীকে এক বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাঁরা পড়ছেন তাঁরা ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। যদি তাঁরা ভালো কাজ করে সেক্ষেত্রে তাঁদের যোগ্যতার মাপকাঠি বিচার করে তাঁদের চাকরিটাও রিনিউ করা যেতে পারে।”

এই পদক্ষেপের ফলে রাজ্যের তরুণ প্রজন্ম সরকারি কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। এছাড়াও, সরকারি চাকরির জন্য প্রস্তুত হতে পারবে তারা।

মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, SC-ST পড়ুয়াদের জন্য বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে, ডাক্তারি নিটের প্রবেশিকা পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এই প্রকল্পের নাম “যোগ্যশ্রী”।

এই পদক্ষেপের ফলে SC-ST পড়ুয়ারা বিভিন্ন সরকারি পরীক্ষায় ভালো ফল করতে পারবে। এছাড়াও, তারা বিভিন্ন সরকারি চাকরির সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়বে।

এছাড়াও, মুখ্যমন্ত্রী জানান, বাংলায় স্কুল ছুটের হার কমছে। যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়কে দেশের টপ বিশ্ববিদ্যালয় বলে অভিহিত করেন তিনি।