প্রধানমন্ত্রী মোদিকে কটাক্ষ, মালদ্বীপের রাষ্ট্রদূতকে তলব করলো ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মালদ্বীপের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদিকে নিয়ে অবমাননাকর পোস্টের জেরে ব্যপক তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনার জেরে মালদ্বীপ সরকার তিন মন্ত্রীকে বরখাস্তের করেছে। এবার দেশটির রাষ্ট্রদূতকে তলব করল ভারত।

সম্প্রতি মোদি ভারতের ইউনিয়ন টেরিটরি লাক্ষাদ্বীপ সফর করেন। সেখানে অবকাশযাপনের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে মোদিকে স্নোরকেলিং করতে দেখা যায়, যা ভাইরাল হয়। ভারতীয়দের মালদ্বীপের বদলে সেই দ্বীপে ভ্রমণেরও আহ্বান জানান। তারপরই মালদ্বীপের ওই তিন মন্ত্রী ও কয়েকজন নেতা মোদির বিরুদ্ধে ‘আপত্তিকর‘ মন্তব্য করেন।

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এই মন্তব্যকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন এবং প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সরকারকে এসব মন্তব্য থেকে নিজেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।