চলন্ত গাড়িতে ভিডিও বানাতে গিয়ে নিহত ৪, শোকে নিহতদের পরিবার
January 8, 2024

দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ইনস্টাগ্রামের রিলস বানাচ্ছিলেন চারজন যুবক। ঠিক তখনই গাড়িটি প্রথমে ধাক্কা দেয় পথচারী এক নারী ও তার ১৩ বছর বয়সী ছেলেকে। এখানেই শেষ নয়। এরপর গাড়িটি ধাক্কা দেয় আরেকটি গাড়ি ও গরুকে। ঐ গাড়িতে থাকা দুইজন ও পথচারীসহ মোট চারজনই নিহত হয়। এমনকি ধাক্কা দেওয়া গরুটিও মারা যায়।
শনিবার (৬ জানুয়ারি) ভারতের দেবীকোট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।
জানা গেছে, গাড়িটি জয়শলমীর থেকে বার্মারের দিকে যাচ্ছিল।
ঘটনাটি সম্পর্কে এসপি বিকাশ সঙ্গোয়ান জানান, গাড়ির চালক মনে হচ্ছে মদ্যপ ছিলেন। এছাড়াও গাড়িটি প্রথমে একটি ব্যারিকেডে থামতে চায়নি।
পুলিশ জানায়, গাড়ি চালক অন্য একজনকে সাথে নিয়ে অক্ষত অবস্থায় পালিয়ে গিয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত করা হয়েছে। চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।