হোম থেকে ২৬ জন মেয়ে নিখোঁজ, ঘটনায় চাঞ্চল্য রাজ্যজুড়ে

মধ্যপ্রদেশের ভোপালের পারওয়ালিয়া এলাকায় অবস্থিত আঁচল হোম থেকে ২৬ জন মেয়ে নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিখোঁজরা গুজরাট, ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি রাজ্যের বাসিন্দা। হোমটি বেআইনিভাবে চালানো হত বলে অভিযোগ। ঘটনায় রাজনীতিও জড়াতে শুরু করেছে।
গত কয়েকদিন আগে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (NCPCR)-এর চেয়ারপার্সন প্রিয়াঙ্কা কানুনগো আঁচল হোমে পরিদর্শনে যান। পরিদর্শনের সময় তিনি হোমের রেজিস্ট্রার খতিয়ে দেখেন। তাতে দেখা যায় যে হোমের মোট ৬৮ জন বাসিন্দার মধ্যে ২৬ জন নিখোঁজ।
হোমের পরিচালক অনিল ম্যাথিউ নিখোঁজের প্রকৃত কারণ নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি। এরপর NCPCR-এর অভিযোগের ভিত্তিতে হোমের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআরে উল্লেখ করা হয়েছে যে হোমে বেশ কয়েকটি বেনিয়ম ছিল। হোমটি বেআইনিভাবে পরিচালিত হত। হোমে কোনও সিসিটিভি ক্যামেরা ছিল না। মহিলাদের পাশাপাশি ২জন পুরুষ নিরাপত্তাকর্মী ছিল।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন NCPCR-এর চেয়ারপার্সন প্রিয়াঙ্কা কানুনগো। তিনি বলেন, “হোমে বসবাসকারীদের রাস্তা থেকে তুলে এনে স্থান দেওয়া হয়েছিল। হোম চালানোর জন্য মালিকের ছিল না কোনও লাইসেন্স। ধর্মান্তরের জন্য মেয়েদের হোমে ঠাঁই দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি। নিখোঁজদের বয়স ৬ থেকে ১৮ মধ্যে বলেও জানিয়েছেন প্রিয়াঙ্কা।
ঘটনাটি নিয়ে রাজনীতিও জড়াতে শুরু করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। কংগ্রেস নেতা সজ্জন সিং ভার্মা ঘটনার নিন্দা করে বলেন, “বিজেপি সরকারের আমলে রাজ্যে বেআইনি হোমের রমরমা বৃদ্ধি পেয়েছে। এই ঘটনা লজ্জাজনক।”