BigNews: দেশজুড়ে বন্ধ হয়ে গেলো পেপসি-সেভেন আপ বিক্রি? জেনেনিন কোথায় ?

মূল্য বৃদ্ধির কারণে ফ্রান্সের খুচরা ও পাইকারি চেইন শপ ক্যারেফোর পেপসি ও সেভেন আপসহ পেপসিকোর বিভিন্ন পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) ফরাসি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটির এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায় বৃহস্পতিবার থেকে তারা পেপসিকোর সকল পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে।

তবে ফরাসি কোম্পানিটির এমন পদক্ষেপের প্রতিক্রিয়ায় এখনো কিছু জানায়নি পেপসিকো কর্তৃপক্ষ।

মার্কিন কোম্পানি পেপসিকো গত অক্টোবরে পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনার কথা ঘোষণা দেয়। এরপর ২০২৩ সাল জুড়ে জার্মানি ও বেলজিয়ামসহ বেশ কয়েকটি দেশের খুচরা বিক্রেতারা পেপসিকোর অনেক ভোগ্যপণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে।

ক্যারেফোর শপের মুখপাত্র জানান, এখন থেকে দোকানের বাইরে পেপসিকোর কোন পণ্য বিক্রি হয়না এমন নোটিস ঝোলানো থাকবে।

প্রসঙ্গত, বড়বড় প্রতিষ্ঠানগুলোর ইচ্ছেমত দাম বৃদ্ধির বিপরীতে অনেকদিন ধরেই সতর্ক সুপার শপটি।