ROBOT: পোষা প্রাণী দেখাশোনা করবে এআই রোবট

বর্তমানে অধিকাংশ মানুষকেই কাজের প্রয়োজনে বাইরে যেতে হয়। ফলে দীর্ঘসময় ঘর–বাড়ি ফাঁকা পড়ে থাকে। এমন বাড়ি দেখাশোনা করতে দোপেয়ে রোবট আনছে প্রযুক্তি জায়ান্ট এলজি। বাড়িতে নির্দ্বিধায় চলাফেরা করতে সক্ষম এই রোবট। আসছে ২০২৪ সালের ৬ থেকে ১২ জানুয়ারি আমেরিকার লাস ভেগাসে এক আয়োজনে রোবটটির ফার্স্ট লুক দেখা যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট জানায়, রোবটটিতে রয়েছে বেশ কয়েকটি সুবিধা। এর মধ্যে অন্যতম হলো, ব্যবহারকারী কাজে যাওয়ার পর পোষা প্রাণী দেখাশোনা করতে পারবে রোববটটি। পোষা প্রাণী দেখাশোনা করে কোনো জরুরি ও অপ্রীতিকর ঘটনার ক্ষেত্রে স্মার্টফোনে নোটিফিকেশন পাঠাবে রোবটটি। এ ছাড়া লাইট বা এসি চালু রেখে গেলে ব্যবহারকারীকে নোটিফিকেশন পাঠাতে পারবে। রোবটটি অনেকটা অ্যামাজনের অ্যালেক্সা বা অ্যাপলের হোমপডের মতোই কাজ করবে।

রোবটটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের রোবটিক্স আরবি৫ প্ল্যাটফর্ম। বেশ কয়েক ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে এতে এআই প্রযুক্তি কাজ করে। এলজি জানায়, এর কয়েকটি উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে কথোপকথন চালানো ব্যক্তির চেহারা ও কণ্ঠস্বর চেনা এবং মানসিক অবস্থা বোঝার সুবিধা। মালিক নিজ বাড়ির দরজার সামনে এলে রোবটটি তাকে অভ্যর্থনা জানাতে পারে। এমনকি মানসিক অবস্থা চাঙ্গা করার মতো গান বাজাতে পারে। এ ছাড়া, নিজের কৃত্রিম পা ব্যবহার করেও মনের ভাব প্রকাশ করতে সক্ষম রোবটটি।

রোবটের চেহারায় একটি ক্যামেরা, স্পিকার ও বেশ কিছু সেন্সর যোগ করা হয়েছে। এসব সেন্সরের মাধ্যমে এটি বিভিন্ন বিষয় বোঝার, শোনার ও সে সম্পর্কে কথা বলতে পারবে। এ ছাড়া, বাড়ির ইনডোরে থাকা বাতাসের মান ও তাপমাত্রা পরিমাপ করতে পারে এটি।

এ প্রসঙ্গে এলজির বিস্তারিত মন্তব্য জানতে চাইলে এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি। ঠিক কবে নাগাদ রোবটটি বাজারে আসবে সে বিষয়েও কিছু জানা যায়নি। তবে এর দাম সংশ্লিষ্ট তথ্য পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy