বন্ধ হতে পারে গুগল ড্রাইভিং মোড, জেনেনিন বিস্তারিত

গুগল ম্যাপে ড্রাইভিং মোড ২০২৪ সালে বন্ধ হতে পারে। ম্যাপের পরিবর্তে ফিচারটি গুগল অ্যাসিস্ট্যান্টে যুক্ত করা হতে পারে।

জানা গেছে, প্রথমে এ পরিবর্তনের বিষয়ে জানতে পারে নাইনটুফাইভগুগল। একটি অ্যাপ ভার্সন নিয়ে কাজ করার সময় দুটি ভিন্ন পরিবর্তনের বিষয় সামনে আসে। বিষয়গুলো ড্রাইভিং মোড সম্পর্কিত। প্রথম পরিবর্তনটি চলতি বছরের ফেব্রুয়ারিতে আসবে এবং এটি ভিউ নামে তালিকাবদ্ধ করা হয়েছে। দ্বিতীয় পরিবর্তনে মাইক্রোফোন ব্যবহার করে কল, মেসেজ বা মিডিয়া ফাইল প্লে করার বিষয়ে বলা হয়েছে।

ভবিষ্যতে ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর গুগল অ্যাসিস্ট্যান্টকে ভয়েস কমান্ড দেওয়ার মাধ্যমে ড্রাইভিং মোড চালু করতে পারবে। এর মাধ্যমে গুগল ম্যাপের নেভিগেশন মোডে প্রবেশ করা যাবে।

প্রযুক্তিবিদ ও ড্রাইভিং মোড সংশ্লিষ্টদের জন্য ভয়েস সার্চের মাধ্যমে যেকোনো কিছু সহজে খুঁজে পাওয়া যায়। এ ছাড়া ভয়েস কমান্ডের সঙ্গে ভিজুয়্যাল ফিডব্যাকও যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ভয়েস কমান্ডে কী বলা হচ্ছে সেটি দেখা যাবে। কারণ অডিওর মাধ্যমে যোগাযোগকে নিরাপদ মনে করছেন প্রযুক্তিবিদরা।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy